মালদ্বীপে ইউপিআই ব্যবহারে ভারতের সবুজ সংকেত

এবার ভারতের ইউপিআই আর্থিক লেনদেনের সুবিধা নিতে চলেছে মালদ্বীপ। মালদ্বীপে এবার শুরু হতে চলেছে ইউনিফায়েড পেমেন্টস্ ইন্টারফেস অথবা ইউপিআই। ভারতের নিজস্ব তাৎক্ষণিক ব্যবস্থা হলো ইউপিআই। এবার এই ব্যবস্থা চালু হতে চলেছে মালদ্বীপেও। এবার এটি ব্যবহারে ভারতের তরফে মালদ্বীপকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবার মালদ্বীপেও তাৎক্ষণিক আর্থিক লেনদেনের সুবিধা চালু হতে চলেছে।

চলতি মাসের শুরুতে ভারত সফরে এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। আলোচনায় ভারতের তরফে মালদ্বীপ সরকারকে ইউপিআই ব্যবহারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এরপর মালদ্বীপের মন্ত্রীসভায় তাৎক্ষণিক আর্থিক লেনদেনের ব্যবস্থাটি গৃহিত হয়েছে। ভারতের নিজস্ব আর্থিক লেনদেনের ব্যবস্থা হলো ইউপিআই।

কয়েক সেকেন্ডের মধ্যে টাকা লেনদেন করা যায় ইউপিআই আইডির মাধ্যমে। যদি ক্যাশ টাকার মাধ্যমে কেউ পেমেন্ট করতে না চান তিনি সহজেই ইউপিআই-এর মাধ্যমে করতে পারেন। এবার এই ব্যবস্থাটি চালু হতে চলেছে মালদ্বীপে। মালদ্বীপে এই ব্যবস্থা চালু হলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। এছাড়া আর্থিক লেনদেনের পাশাপাশি ডিজিটাল পরিকাঠামো আগের চেয়ে উন্নত হবে বলে মনে করছে মালদ্বীপ সরকার।

এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। দেশে ইউপিআই চালু করার জন্য একটি কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করা হয়েছে মালদ্বীপ সরকারের তরফে। মালদ্বীপের সমস্ত ব্যাঙ্ক, টেলিকম সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তথ্যপ্রযুক্তি সংস্থাকে এই ব্যবস্থার অধীনে আনা হবে। জানা যাচ্ছে, সারা দেশ জুড়ে যেমন ইউপিআই ব্যবস্থা চালু হবে তেমনই অর্থমন্ত্রক, প্রযুক্তি মন্ত্রক সহ একাধিক মন্ত্রকে এই ব্যবস্থা চালু হতে চলেছে।

যদিও ভারত বিরোধী বলেই পরিচিত মুইজ্জু। তিনি মালদ্বীপে ক্ষমতায় আসেন ২০২৩ সালের নভেম্বর মাসে। ভারতের বিরোধীতা করে নির্বাচনী প্রচারও করেছিলেন তিনি। তিনি চিনের অধিক বন্ধু বলে পরিচিত। ক্ষমতায় আসার পর চিন সফরে গিয়েছিলেন তিনি। অবশেষে ক্ষমতায় আসার ১১ মাস পর ভারতের দ্বিপাক্ষিক সফরে এলেন মুইজ্জু। ক্ষমতায় আসার পর তিনি ভারতের সেনাদের সীমান্ত থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়েও অনেক তরজা হয়েছিল। সেইসময় একপ্রকার ভারতের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছিল মালদ্বীপ সরকার। ভারত থেকে প্রচুর পর্যটক যারা মালদ্বীপ বেড়াতে যান সেই যাতায়াত বন্ধ হয়েছিল মালদ্বীপ ও ভারতের সম্পর্কে অবনতির জন্য। অবশেষে সেই সম্পর্কে যেনো মলম লাগল। ফের ভারতীয় পর্যটকদের ভীড় বাড়তে পারে মালদ্বীপের সমুদ্র সৈকতে। সেখানে ভারতীয় পর্যটকরাও ব্যবহার করতে পারবেন ইউপিআই।

error: Content is protected !!