গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালিঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে দ্রুত এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। জানা গিয়েছে তার কপালে ও নাকে সেলাই পড়েছে। কপালে চোট পাওয়ার পরের একটি ছবি তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। এরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থায় তার দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।” তবে শুধু প্রধানমন্ত্রী নন, আরোগ্য কামনা করেছেন আরও অনেকেই। দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে মমতার চোট পাওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, “এটা দেখে হতবাক। দিদির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন।”
এর পাশাপাশি মমতার সুস্থতা কামনা করেছেন বরহমপুরের সাংসদ ও কংগ্রেস নেতা অধির রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, “বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।” বহরমপুরের আরেক নির্ধারিত প্রার্থী ইউসুফ পাঠান মমতার দ্রুত সুস্থ হওয়ার কথা জানিয়েছেন। শশী থারুর পোস্ট করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মসৃণ ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।”
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
মমতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে দেখতে হাসপাতালে হাজির হন মালা রায়, ফিরহাদ হাকিম। এর পাশাপাশি প্রাক্তন রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর মমতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন।
গতকাল মমতার সঙ্গে দুর্ঘটনায় অনেকেই মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে রাজনৈতিক মঞ্চে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।