মুম্বাইয়ে মুখার্জি বাড়ির দুর্গা পুজো বেশ জনপ্রিয়। বলি পাড়ার তারকারা এই পুজোতে হাজিরা দেন। পুজোর প্রথম দিন থেকেই কাজলকে দেখা গিয়েছে। এর পাশাপাশি রানী মুখার্জি প্রায় সবসময় পুজোর প্রথম দিন থেকেই মন্ডপে হাজির ছিলেন। এদিন অষ্টমীর সন্ধ্যায় দেখা গেলো জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। বর্তমানে যদিও তিনি সুদূর আমেরিকা নিবাসী। তবু মুম্বাইয়ে মুখার্জি বাড়ির দুর্গা পুজোতে হাজির ছিলেন।
এদিন সন্ধ্যায় প্রিয়াঙ্কা চোপড়াকে দেবী দুর্গার সামনে মাথা পেতে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। প্রিয়াঙ্কাকে এদিন দেখা গেলো নীল রঙের পোশাকে। কানে ছোটো ঝুমকো ও কপালে ছিল ছোট্ট একটি টিপ। মাথায় ওড়না দিয়ে এদিন পাপারাজ্জিদের সামনে ছবি তোলেন তিনি। এর পাশাপাশি তাকে দেখা যায় কাজলের বোন তানিশা মুখার্জির সঙ্গে গল্প জমাতে।
এর পাশাপাশি দেখা গিয়েছে বলিউডের আরেক পরিচালক অয়ন মুখার্জিকে। এবারের মুখার্জি বাড়ির পুজো কিছুটা অন্যরকম। কারণ চলতি বছরে বাবা দেব মুখার্জিকে হারিয়েছেন অয়ন। তাই এবারের পুজোতে কিছুটা মন ভারাক্রান্ত। এদিন মন্ডপে রানী মুখার্জি, কাজল দেবগন ও তার বোন তানিশা মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, অয়ন মুখার্জি সহ উপস্থিত ছিলেন বলিউডের প্রায় অনেকেই।