সম্প্রতি এবার বিকিনি লুকে ঝড় তুললেন জনপ্রিয় বলিউড তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! তাকে এই লুকে দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বরাবরই সাহসী স্বভাবের এই অভিনেত্রী। তা সে পোশাকই হোক বা তার জীবনযাত্রা। কখনোই আপোস করতে পছন্দ করেন না তিনি।
আত্মবিশ্বাসের সাথে জীবনযাপন করে থাকেন। আর এবার সেই আত্মবিশ্বাসের সাথে নতুন বছরে প্রবেশ করলেন সপরিবারে। স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতিকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সমুদ্রের কোলে। সেখানে গিয়ে কখনো বিকিনি লুকে ঝড় তুললেন আবার কখনো স্বামীর সাথে আদুরে সময় কাটালেন।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। যার কোনোটিতে দেখা যাচ্ছে সমুদ্রের জলে বিকিনি পরে শুয়ে রয়েছেন আবার কখনো হোটেলে স্বামীর কোলে পা দিয়ে বসে রয়েছেন। শুধু তাই নয় হোটেলের সুইমিংপুলেও দেখা গিয়েছে তাকে।
সবমিলিয়ে বলতে গেলে বছরের শুরুটা দুর্দান্তভাবে কাটিয়েছেন অভিনেত্রী। আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সমৃদ্ধি! এটাই হলো আমার ২০২৫ সালের লক্ষ্য। আনন্দ, খুশি এবং শান্তিতে সমৃদ্ধি। আমরা যেন সকলে এই নতুন বছরে সমৃদ্ধি পাই। আমি আমার পরিবারের জন্য কৃতজ্ঞ। শুভ ২০২৫।’
তার এই ছবিগুলো দেখার পর নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও। প্রত্যেকেই কামনা করেছেন তাদের জীবনে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও তার মেয়ের জন্য ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। উল্লেখ্য, বলিউড পেরিয়ে তিনি এখন হলিউডের নামকরা মুখ। কাজ, পরিবার মিলিয়ে বেশ সামঞ্জস্য বজায় রেখে চলেন তিনি।
আরও পড়ুন,
*এখনই অবসর নয়! এতো সহজে ছেড়ে যাওয়ার পাত্র নন রোহিত শর্মা, স্পষ্ট জানালেন এই সাক্ষাৎকারে
*বিচ্ছেদ জল্পনার অবসান! মেয়েকে নিয়ে একসাথে মুম্বাই এয়ারপোর্টে ঐশ্বর্য্য-অভিষেক