১১ বছরের ছোটো স্বামীর জন্মদিনে বিশেষ বার্তা প্রিয়াঙ্কার! ভাগ করে নিলেন অদেখা ছবি

১১ বছরের ছোট স্বামী নিক জোনাসের জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করলেন বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! প্রিয় মানুষের জন্মদিনে তার হৃদয় পরিপূর্ণ। যা বোঝা গিয়েছে তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই। ২০১৮ সাল থেকে একসাথে রয়েছেন তারা।

প্রত্যেক বছর স্বামীর এই বিশেষ দিনটি উদযাপন করে এসেছেন প্রিয়াঙ্কা। ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত প্রত্যেক বছরের জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই দীর্ঘ যাত্রাপথে এসেছে একাধিক পরিবর্তন। প্রথমে তারা দু’জন ছিলেন এরপর তাদের জীবনে এসেছে একমাত্র কন্যা সন্তান।

লিখেছেন, ‘আজ যখন আমরা তোমাকে উদযাপন করছি, আমার ভালোবাসা, আমি ১৬ই সেপ্টেম্বরের প্রতিটি অসাধারণ দিনকে স্মরণ করছি। বছরের পর বছর ধরে তোমার সাথে কাটানোর সৌভাগ্য আমার হয়েছে, তাই তোমার সাথে জীবন ভাগাভাগি করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমরা প্রতিদিন তোমাকে উদযাপন করি।’

এই বিশেষ পোস্ট দেখার পর নিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। এছাড়াও তাদের আগামী জীবনের জন্য সুখ-সমৃদ্ধি কামনা করেছেন। উল্লেখযোগ্য, প্রিয়াঙ্কার সম্পূর্ণ জীবনটাই সাহসিকতায় ভরা, বলিউড ছাড়িয়ে তিনি পাড়ি দিয়েছিলেন হলিউডে। সেখানে গিয়েও নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন।

অন্যদিকে ব্যক্তিগত জীবনেও একাধিক সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি। এই যেমন ভালোবেসেছেন নিজের থেকে ১১ বছরের ছোটো তারকাকে। এই নিয়ে হাজার সমালোচনা হলেও তিনি তাতে মাথা ঘামাননি বরং বিয়ে করে সুখে সংসার করছেন। কয়েক বছর আগে তিনি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন এক কন্যা সন্তানের। যার নাম মালতী মেরি চোপড়া জোনাস।

error: Content is protected !!