ভারতীয় রেলওয়ে তাদের যাত্রীদের সুবিধার্থে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল। দীর্ঘদিন ধরেই প্রবীণ নাগরিক, ৪৫ বছরের বেশি বয়সী মহিলা এবং গর্ভবতী যাত্রীরা বুকিংয়ের সময় লোয়ার বার্থ না পেয়ে সমস্যায় পড়তেন। কেউ বুকিংয়ের সময় বিকল্প দিতে ভুলে যেতেন, আবার অনেক ক্ষেত্রে লোয়ার বার্থের অভাবে উপরের বার্থে উঠতে বাধ্য হতেন। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান এনে দিল রেল।
রেলওয়ে সিস্টেমকে আরও স্মার্ট করা হয়েছে, যাতে এই শ্রেণির যাত্রীরা বুকিংয়ের সময় লোয়ার বার্থ সিলেক্ট না করলেও স্বয়ংক্রিয়ভাবে তাঁদের জন্য লোয়ার বার্থ বরাদ্দ হয়ে যাবে। অর্থাৎ, বয়স্ক যাত্রীদের আর উপরে ওঠা-নামার ঝামেলায় পড়তে হবে না এবং দীর্ঘ যাত্রা আরও আরামদায়ক হবে।
কারা এই বিশেষ সুবিধা পাবেন?
রেলওয়ে তিন ধরণের যাত্রীকে এই সুবিধার জন্য যোগ্য বলে চিহ্নিত করেছে—
১) প্রবীণ নাগরিক
বয়সজনিত কারণেই অনেক বয়স্ক যাত্রী উপরের বার্থে উঠতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখে লোয়ার বার্থ স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ হবে।
২) ৪৫ বছরের বেশি বয়সী মহিলা
দীর্ঘ যাত্রা, রাতের ঘুম বা বারবার ওঠা-নামার ক্ষেত্রে নীচের বার্থ বেশি আরামদায়ক। তাই ৪৫+ মহিলারাও এই সুবিধার আওতায় থাকবেন।
৩) গর্ভবতী মহিলা
গর্ভাবস্থায় উপরের বার্থে ওঠা কঠিন হয়ে পড়ে। তাই গর্ভবতী মহিলাদের জন্যও লোয়ার বার্থ বরাদ্দের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বুকিংয়ের সময় যদি এই তিন শ্রেণির যাত্রীর জন্য লোয়ার বার্থ না থাকে, তাহলে ট্রেনে ফাঁকা লোয়ার বার্থ পাওয়া মাত্রই টিটিই তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে বার্থ দেবেন।
কোন কোচে কতটি লোয়ার বার্থ সংরক্ষিত?
যাতে যোগ্য যাত্রীদের বার্থ পাওয়া নিয়ে সমস্যা না হয়, রেলওয়ে প্রতিটি কোচে নির্দিষ্ট সংখ্যক নিম্ন বার্থ সংরক্ষণ করেছে—
স্লিপার (SL): প্রতি কোচে ৬–৭টি লোয়ার বার্থ
থার্ড এসি (3AC): ৪–৫টি সংরক্ষিত লোয়ার বার্থ
সেকেন্ড এসি (2AC): ৩–৪টি লোয়ার বার্থ
এই সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করবে যে বয়স্ক এবং মহিলা যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় থেকেই অগ্রাধিকার পাবেন।
প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোচ যুক্ত হচ্ছে
রেল শুধু লোয়ার বার্থ কোটা দিচ্ছে না, বরং অধিকাংশ মেইল এবং এক্সপ্রেস ট্রেনে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ যুক্ত করছে। এই কোচগুলোর বিশেষ বৈশিষ্ট্য—
হুইলচেয়ার চলাচলের জন্য বড় জায়গা
প্রশস্ত দরজা
প্রশস্ত শৌচাগার
গ্র্যাব রেল
হুইলচেয়ার পার্কিং স্পেস
আরও পড়ুন
Indian Railways: ট্রেনের টিকিটে ৭৫% ছাড়? এই দুর্দান্ত অফার কাদের জন্য? জানুন
এই নতুন কোচ ব্যবস্থা যাত্রীদের জন্য ভ্রমণকে আরও নিরাপদ, সহজ এবং আরামদায়ক করে তুলবে।
আরও পড়ুন
১৮০ কিমি স্পিড, বিমানের মতো সুবিধা!, ডিসেম্বরে আসছে বন্দে ভারত স্লিপার, বড় ঘোষণা রেলমন্ত্রীর
সারসংক্ষেপ
রেলের এই নতুন ব্যবস্থা যাত্রী-বন্ধুত্বপূর্ণ পরিষেবার এক নতুন দৃষ্টান্ত। প্রবীণ নাগরিক, ৪৫+ মহিলা এবং গর্ভবতী মহিলা যাত্রীরা আর স্বস্তিতে লোয়ার বার্থ পাবেন। একইসঙ্গে প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোচ ব্যবস্থা রেলের অন্তর্ভুক্তিকে আরও প্রসারিত করবে। ভারতীয় রেলওয়ের লক্ষ্য স্পষ্ট—প্রতিটি যাত্রা হোক আরামদায়ক এবং সবার জন্য আরও সহজ।
আরও পড়ুন
ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ে যাত্রীদের স্বস্তি: একাধিক স্পেশাল ট্রেন চালাল দক্ষিণ-পূর্ব রেলওয়ে