প্রথম থেকেই তার ইচ্ছে ছিল একজন ভালো মা হওয়ার। তিনি হলেন টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। দুই সন্তান ইউভান ও ইয়ালিনির জন্মের পর মাতৃত্বকে চেটেপুটে উপভোগ করে চলেছেন তিনি। এবার তারই একটি ঝলক যেনো সকলের সামনে আসলো। সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ক্লান্তভাবে বিমানের সিটে বসে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এভাবেই তিনি দুই হাত দিয়ে তার দুই ছেলেমেয়েকে ধরে রয়েছেন।
আরও পড়ুন,
‘মধ্যপ্রদশ’ বেড়েই চলেছে? এই ৫ অভ্যাসে সমস্যার সমাধান হবে
ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। আর এই ছবিটি পোস্ট করেছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মা”। আক্ষরিক অর্থে ছবিটি একজন মায়ের ধৈর্য্য, শক্তি ও ভালোবাসার প্রমাণ দেয়। অভিনেত্রী ক্লান্ত থাকলেও তিনি তার ছেলেমেয়েকে সবার আগে প্রাধান্য দেন। ছবিটিতে কেউ কেউ মন্তব্য করেছেন, “মা’-এটুকুই যথেষ্ট, মা হওয়ার পর মেয়েদের ধৈর্য্য আর শক্তি দুটোই ৩ গুণ বেড়ে যায়।”
টলি পাড়ায় ‘পাওয়ার কাপল’ হিসেবে জনপ্রিয় শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। তারা তাদের ব্যস্ত জীবনের মাঝেও দিব্যি সন্তান ও পরিবারের জন্য সময় বের করে নেন। সন্তানদের যেমন সময় দেন তেমনই নিজেদের সম্পর্ককে দারুণভাবে এগিয়ে নিয়ে চলেছেন তারা। এর পাশাপাশি শুভশ্রী যেমন একজন জনপ্রিয় অভিনেত্রী তেমনই রাজ একজন জনপ্রিয় পরিচালক। এসবের মাঝেও তারা ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে চলে যান নানান জায়গায়।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দুই সন্তানকে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। মনে করা হচ্ছে, সেখান থেকে ফেরার পথেই বিমানে ছবিটি তুলেছেন রাজ চক্রবর্তী। ঈশ্বরের প্রতি বরাবরই ভক্তি রয়েছে রাজ ও শুভশ্রীর। তাদের ফ্ল্যাটে সরস্বতী, লক্ষ্মী সবরকম পুজো করেন তারা৷ এবার ব্যস্ততার মাঝে ইউভান ও ইয়ালিনিকে নিয়ে তারকা দম্পতি পুজো দিলেন।