আলিয়া-কন্যার নামে হাতি পুষছেন রাম চরণ! এ প্রসঙ্গে রণবীর ঘরণীর কী প্রতিক্রিয়া?

সম্প্রতি ১১ই অক্টোবর রিলিজ হয়েছে “জিগরা”, এই ছবিতে আলিয়া ভাট মূখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি প্রথম দিনেই বক্স অফিস থেকে বেশ ভালো অংকের টাকা আয় করেছে, তাও সেটি প্রায় পাঁচ কোটির কাছাকাছি। জানা গেছে পরবর্তীতে নাকি আলিয়া ভাট রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সাথে “লাভ অ্যান্ড ওয়ার” নামক ছবিতে অভিনয় করবেন।

অভিনেত্রী আলিয়া ভাট বলেছেন, যে তার মেয়ের নামে নাকি হাতি পালন করছেন দক্ষিণী অভিনেতা রামচরণ?

আলিয়া ভাট ও রাম চরণের “RRR” ছবি থেকেই বন্ধুত্বের শুরু হয়। এরপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে রাম চরণের সঙ্গে বন্ধুত্ব আরো গাঢ় হয় আলিয়াী ভাটের।

রাম চরণ আলিয়ার বাড়িতে একটি হাতি পাঠান, সেটা দেখে আলিয়া তো ভীষণ আনন্দিত হয়। আলিয়া যখন জানতে পারে যে রামচরণ তার জন্মদিনে একটা হাতি পাঠিয়েছে তখন এই কথাটি তিনি একেবারেই বিশ্বাস করতে পারেন নি।

জানা গেছে, রামচরণ যেই হাতটি আলিয়ার বাড়িতে পাঠিয়েছিলেন, সেটা আসলে একটি কাঠের হাতি। আলিয়াকে কাঠের হাতটি পাঠালেও রামচরণ কিন্তু নিজে সত্যি সত্যি একটি হাতি অ্যাডপ্ট করেন এবং সেই হাতিটির নাম রাখেন “রাহা”। এটা দেখে আলিয়া খুব খুশি হয়েছিলেন কারণ তার নিজের মেয়ের নাম‌ও “রাহা”।

আলিয়ার বাড়িতে রামচরণ যেই কাঠের হাতিটি পাঠান সেটি এখন তাদের ৫ নম্বর ফ্লোরে ডাইনিং এর পাশে রাখা আছে। হাতিটির নাম রাখা হয়েছে “এলি”।আলিয়া জানান, তাদের মেয়ে রাহা নাকি মাঝেমধ্যেই সেই হাতটির ওপরে উঠে খেলা করেন।

error: Content is protected !!