রিলায়েন্স জিও ভারতের অন্যতম একটি টেলিকম সংস্থা। সম্প্রতি রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এটি কম টাকার একটি রিচার্জ প্যাক। কিন্তু এটি কোনও স্মার্টফোনে রিচার্জের জন্য উপযুক্ত নয়। এই রিচার্জ প্যাকটি দেওয়া হচ্ছে JioBharat 4G ফিচার ফোনে।
এই নতুন রিচার্জ প্ল্যানের দাম ২৩৪ টাকা। এই রিচার্জ প্ল্যানটি কিনলে পাওয়া যাবে ২৮ জিবি ইন্টারনেট। দিন প্রতি ৫০০ এমবি ডেট ও মোট ৩০০টি এসএমএস-এর সুবিধা। প্যাকটিতে এসএমএস-এর সময়সীমা ২৮ দিন। এর পাশাপাশি ৫৬ দিনের বৈধতা পাওয়া যাবে এই প্ল্যানে।
JioBharat-এর 234 টাকার প্ল্যানটিকে মিড বাজেট প্ল্যান বলা হচ্ছে কারণ এটি এই ফোনের জন্য সাবস্ক্রিপশন অফার করেছিল। যাতে রয়েছে দু’টি প্ল্যান। একটি ১২৩ টাকা ও আরেকটি ১২৩৪ টাকা।
১২৩ টাকার প্ল্যানে –
প্ল্যানটি ২৮ দিনের জন্য কিনলে পাওয়া যাবে ১৪ জিবি ইন্টারনেট৷ এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ও এসএমএস-এর সুবিধা। প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহক পাবেন JioSaavn এবং JioCinema-এর সাবস্ক্রিপশন।
১২৩৪ প্ল্যানে রয়েছে ৩৩৬ দিনের বৈধতা ও প্রতিদিন ৫০০ এমবি ইন্টারনেট। এই প্ল্যানে দেওয়া হবে ১৬৮ জিবি ইন্টারনেট। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস-এর সুবিধা রয়েছে।
আরও পড়ুন,
*আয়েশার সঙ্গে প্রেম করছেন ৪৫-এর অম্বরীশ? মুখ খুললেন অভিনেত্রী
*প্রেমিকের জন্য বাবা-মায়ের থেকে দূরে সরছেন দিতিপ্রিয়া!