RG Kar Case: ‘আমার মেয়ে বসনহীন হাসপাতালে’, প্রতিবাদে কবিতা শোনালেন ‘মহানায়ক’ নচিকেতা, রইলো ভিডিও

kmc 20240814 183830 0avyfkH70M 1

RG Kar Case: সকলে তার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অবশেষে আর.জি কর কাণ্ডে মুখ খুললেন জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। কবিতার মাধ্যমে নিজের প্রতিবাদ তুলে ধরলেন তিনি। কয়েকদিন আগে আর.জি কর হাসপাতালে যে পৈশাচিক কাণ্ড ঘটেছে তাতে লজ্জিত গোটা দেশবাসী।

ইতিমধ্যে এই নিয়ে প্রতিবাদ শুরু করেছেন সকলে। যে তালিকায় রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। তবে আশ্চর্যজনকভাবে এই নিয়ে কথা বলতে দেখা যায়নি বিদ্রোহী গায়ক নচিকেতা চক্রবর্তীকে। এমনকি অনেকে তাকে নাম না করে মৃত গায়ক বলেও কটাক্ষ করেছেন।

এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। নিজের লেখা কবিতার মাধ্যমে প্রতিবাদ করতে দেখা যায় এই শিল্পীকে। বলেন, ‘মা তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না। এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কী করে? এখানে ধর্ষিত হয় মানবতা, মানুষ হারিয়ে গভীরতা, নারী সম্মান পথের ধুলোয়, প্রহসন নারী স্বাধীনতা!’

তারপর লেখা, ‘মা তুমি এসো না,মা তুমি এসো না… পারব না দিতে সম্মান। মেয়েকই দিতে পারিনি! মা এসো না। লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই, আরও কত লক্ষ টাকার বসন-ভূষণ। এদিকে আমার মেয়ে বসনহীন হাসপাতালে, আকাশ-বাতাস কালো করে ঘৃণার দূষণ। মা তুমি এসো না…এই বিচারবিহীন পৃথিবীতে। তুমি এসোই না।’

উল্লেখযোগ্য, গত শুক্রবার আর.জি কর হাসপাতালের সেমিনার হলে নারকীয়ভাবে যৌন নির্যাতন করে হত্যা করা হয় ৩১ বছরী বয়সী ডাক্তারি পড়ুয়াকে। ময়নাতদন্তের পর উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যার তকমা দিলেও পরে জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।

আরও পড়ুন,
*RG Kar Case: ‘তাহলে কি আমাকে ধর্ষণযোগ্য মনে হবে?’ এবার ফুঁসে উঠলেন শ্রীলেখা মিত্র