RG Kar Case: শুধু ভারত আর বাংলাদেশ নয়, আর জি কর কাণ্ডে ‘মেয়েদের রাতদখল’-এ অস্ট্রেলিয়া,জার্মানি-ব্রিটেন’রাও

প্রতিবাদ কোনো সীমানা মানে না! যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর.জি কর কাণ্ড। কারণ, দেশের গণ্ডি পেরিয়ে সেটা ছড়িয়ে গেছে বিদেশেও। গত ৮ই আগস্ট পশ্চিমবঙ্গের আর.জি কর হাসপাতালে যে নৃশংস অপরাধ ঘটেছে তার জেরে লজ্জিত বাঙালী জাতি। তাইতো সঠিক বিচার চেয়ে প্রতিবাদে নেমেছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

গত ১৪ই আগস্ট রাত দখলের আহ্বান জানানো হয়েছিল গোটা দেশজুড়ে। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে রাত দখল কর্মসূচীতে অংশ নিয়েছিলেন হাজার হাজার মানুষ। আর এবার সেই রাত দখল পৌঁছে গেল অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন শহরের মেয়েরা পথে নামলেন এই অপরাধের বিচার চেয়ে।
শনিবার মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে এই প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মেলবোর্ন

যার অন্যতম আহ্বায়ক ঋজুতা দে জানাচ্ছেন, এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল প্রতিবাদের মঞ্চে সকলকে জায়গা করে দেওয়া। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আর.জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি চাওয়া। বলেন, ‘এই সময় সকলকে মৃতার পরিবারের পাশে দাঁড়াতে হবে, এক যোগে তাদের হয়ে সুবিচারের দাবী তুলতে হবে।’

প্রতিবাদ চলছে মেলবোর্নের রাস্তায়

আরেক আহ্বায়ক সৌভিক লাল চক্রবর্তী বলেন, ‘কলকাতার এই ঘটনায় আমি বাঙালী হিসাবে ভীষণ লজ্জিত। এই ঘৃণ্য অপরাধে যারা জড়িত, তাদের সকলের শাস্তি চাই। আমরা চাই, মহিলারা যেন তাদের কাজের জায়গায় সুরক্ষিত বোধ করেন। কেবল আগামী কয়েকটা দিনের জন্য নয়, সব সময়ের জন্য তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবী নিয়েই আমি প্রতিবাদসভায় অংশ নিচ্ছি।’

মিউনিখ

এই শহরে বসবাসকারী প্রচুর প্রবাসী ভারতীয় এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন। তাদের প্রত্যেকের দাবী ছিল সঠিক বিচার। এর পাশাপাশি মিউনিখের প্রবাসী ভারতীয়রাও থিয়েট্রনের একটি পার্কে আর.জি করের ঘটনার প্রতিকার চেয়ে শান্তিপূর্ণ জমায়েত করেন। এখানেই শেষ নয় একই চিত্র দেখা গিয়েছে লন্ডনেও।

আরও পড়ুন,
*আর জি কর কান্ডের জেরে রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুদ্ধ নেটিজেন, স্থগিত ‘দিদি নং ১’-এর অডিশন!