তিনি কোথাও যাচ্ছেন না! অবসর জল্পনার মধ্যে এটাই স্পষ্ট করে দিলেন ভক্তদের। সম্প্রতি একটি স্পোর্টস নিউজ চ্যানেলে উঠে এসেছে সেই ভিডিও। হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে। তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
সিডনি টেস্টে তার অনুপস্থিতি সকলের মনে একটা আশঙ্কাই জাগিয়ে ছিল যে তিনি হয়তো ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। যার ফলে রীতিমতো মর্মাহত হয়েছিলেন ভক্তরা। তবে তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি কোথাও যাচ্ছেন না। শুধুমাত্র পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন সেই সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ‘আমি অনেক দূর থেকে এসেছি, বাইরে থাকার জন্য নয়। আমি খেলতে চাই এবং দলকে জেতাতে চাই। যখন প্রথমবার ২০০৭ সালে ড্রেসিংরুমে এসেছিলাম তখন থেকে এটাই ভেবে আসছি খেলতে হবে, দলকে জেতাতে হবে।’
‘তবে কিছু কিছু সময় আপনাকে খেয়াল রাখতে হবে দলের কী প্রয়োজন। যদি আপনি দলকে আগে রাখতে না পারেন তাহলে কোনো অর্থ হয় না। কখনো কখনো আপনার ব্যাট থেকে রান আসে না। আর যারা ফর্মে নেই তাদের দলে রাখা কঠিন হয়ে ওঠে। এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। তবে এই সময় দলের কী প্রয়োজন শুধুমাত্র সেটাই ভেবেছি।’
‘৫ মাস পর, ৬ মাস পর কী হবে আপনি বলতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত অবসর নেওয়ার নয়। আমি আমি কোথাও যাচ্ছি না। আমি এতো সহজে সরে যাচ্ছি না।’ যা শোনার পর স্বস্তির নিঃশ্বাস নিলেন ভক্তরা।