ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের রহস্য মৃত্যু। আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। অভিযোগ উঠেছে, প্রাক্তন ক্রিকেটারের মায়ের মৃত্যু খুন, তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার পুণের ফ্ল্যাট থেকে প্রাক্তন ক্রিকেটারের মা মালা আঙ্কোলার মৃতদেহ উদ্ধার হয়। আর এরপর গোটা ঘটনা জানাজানি হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, ওইদিন সকালে কাজের লোক এসে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর নিকট আত্মীয়দের খবর দেন। অবশেষে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখা যায় মালা আঙ্কোলার মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহের গলায় কাটা দাগ ছিল। তবে মৃত্যুর কারণ নিয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করেছে।
পুলিশের কথায়, বাড়িতে জোর করে প্রবেশ করার চেষ্টা লক্ষ্য করা যায়নি। তাই এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৭৭ বছর বয়সী মালা আঙ্কোলার মৃতদেহ পাওয়া গিয়েছে প্রভাত রোডের ফ্ল্যাটে। মৃতদেহের গলার ক্ষত দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই আঘাত তিনি নিজেই করেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে জানা যাচ্ছে, সলিল আঙ্কোলার মা মানসিক সমস্যার ভুগছিলেন। তাই তার মৃত্যু আসলে খুন না আত্মহত্যা সে সম্বন্ধে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটার হলেন সলিল আঙ্কোলা। তিনি দেশের হয়ে ১টি টেস্ট ও ২০টি ওয়ান ডে খেলেছেন।
সলিল আঙ্কোলার ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে ভারতীয় ক্রিকেটে জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ ঘটে। ভারতের হয়ে ১৯৯৭ সালে তিনি শেষবার মাঠে নামেন। তবে খেলা থেকে সরে আসার পর তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। বেশ কিছু সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি।