সলমন আমার জীবন, অকপট ঐশ্বর্য্য

Salman is my life, candid Aishwarya

এক সময় একে অপরকে জীবন হিসেবে মানতেন সলমন খান এবং ঐশ্বর্য্য রাই। তবে আজ তারা ভিন্ন পথের যাত্রী। একজন স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন আর অন্যজন এখনো বিবাহবন্ধনে আবদ্ধ হননি। এই দু’জনের প্রেমকাহিনী সকলেরই জানা। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেট থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন তারা।

বেশ কিছু সময় একসাথে ছিলেন তারা। সেই সময় ‘কফি উইথ করণ’ টকশো’তে হাজির হয়েছিলেন ঐশ্বর্য্য। যেখানে করণ তাকে নানান প্রশ্ন করেছিলেন। তারই মাঝে এক সময় তাকে জিজ্ঞেস করা হয় সলমন খান সম্পর্কে তার কী বক্তব্য? এই প্রশ্ন শুনে অকপটে ঐশ্বর্য্য উত্তর দিয়েছিলেন, সলমন আমার জীবন।’

আসলে সেই সময় একে অপরের প্রেমে বুঁদ হয়েছিলেন তারা। তবে হঠাৎ এই ছন্দপতন ঘটে। শোনা যায় ঐশ্বর্য্যর জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন সলমন। ফলে তাদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এমনকি একসময় নাকি অভিনেত্রীকে থাপ্পড় মেরেছিলেন সলমন। সে কারণেই তার জীবন থেকে চিরদিনের মতো চলে যান অভিনেত্রী।

তবে ঐশ্বর্য্যর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি সলমন। তাইতো তার মতোন দেখতে স্নেহা উল্লাল নামক এক মেয়েকে খুঁজে বের করেছিলেন। এমনকি তার সাথে একটি সিনেমাও তৈরি করেন। তবে সেই অভিনেত্রীও ধীরে ধীরে হারিয়ে যান।

এরপর ঐশ্বর্য্যর জীবনে আসেন অভিষেক বচ্চন। বর্তমানে কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তারা। অন্যদিকে সলমন এখনো একাই রয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন তার নিজের কারণেই তার জীবন থেকে একে একে সমস্ত প্রেমিকারাই চলে গিয়েছেন।

আরও পড়ুন,
*আইবুড়ো ছেলেরা বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয় কেন?
*টক টক কাঁচা আমের চাটনি রেসিপি, হু হু করে উঠবে একথালা ভাত