কপালে তিলক, খালি পায়ে, চিন্তান্বিত মুখে ছুটছেন সালমান খান, ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের বক্তব্য “পদবিটা বদলে নিন”

গণেশ চতুর্থীতে বলিউডের প্রায় সব তারকারাই নিজেদের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুম্বাইয়ের গণেশ পুজো বেশ জনপ্রিয়। তেমনই সব তারকার মত বলিউড অভিনেতা সালমান খানকেও দেখা গিয়েছে এই পুজোয়। তবে সম্প্রতি একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে খালি পায়ে চিন্তান্বিত মুখে ছুটে চলেছেন সালমান খান। তার এহেন অবস্থার কারণ কী?

সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে সালমান খান খালি পায়ে ছুটছেন। তার কপালে লাল তিলক আঁকা। পরনে রয়েছে চেক শার্ট ও ডেনিম প্যান্ট। তার চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের মন্ত্রী আশিষ শেলারের গণেশ পুজোয় গিয়েছিলেন সালমান খান। বান্দ্রায় গণেশ পুজোর আয়েজন করা হয়েছিল। আর সেই জায়গায় সালমান খানের খালি পায়ে দৌড়ানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, সালমানকে ঘিরে রয়েছেন তার দেহরক্ষীরা। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করছেন। হাত জোর করে পুজো করার পর পুজোর প্রসাদ গ্রহণ করেন তিনি। তার কপালে রয়েছে লাল তিলক। নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশংসা করলেও কেউ কেউ তির্যক মন্তব্য ছুঁড়তে দ্বিধা করেননি।

নেট দুনিয়ায় কেউ কেউ বলছেন, “সালমান কি নিজের ধর্ম ভুলে গেলেন?।” আবার কেউ বলছেন, “বিশ্নোইদের থেকে বাঁচতেই কি এমন করছেন ভাই?” কারোর কথায়, “সালমান এবার পদবিটাই বদলে নিক।” তবে এইসব তীর্যক মন্তব্যকে পাত্তা দেননি সালমান খান। তিনি নিজের মত করে গণেশ পুজো উপভোগ করেছেন৷ সালমান খান বরাবরই ধর্ম নিরপেক্ষ মানুষ। তিনি সবরকম উৎসবে নিজেকে মানিয়ে নিতে পারেন৷ তার বাড়িতে সবরকম উৎসব পালিত হয়।

error: Content is protected !!