প্রেক্ষাগৃহের পর এবার মুক্তির পালা ওটিটি’তে, দর্শকদের আরও কাছাকাছি ‘সরফিরা’

ইতিমধ্যে তার এই সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার দর্শকদের আরো কাছাকাছি আসতে চলেছে সেটি। সম্প্রতি তেমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আমরা সকলে জানি বিভিন্ন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই ওটিটি’তে উপলব্ধ হয়ে যায়।

সেরকমই অক্ষয় একটি ভিডিওতে বলেন, ‘আকাশ ছোঁয়ার জন্য মাটির কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এই কাহিনী এমন এক সাধারণ মানুষের যিনি অন্যান্য সকল সাধারণ মানুষের জন্য উড়োজাহাজে চড়া সম্ভব করতে চেয়েছেন। এই দুনিয়া তাকে অনেক বাধা দিয়েছে, ডানা মেলতে বারণ করেছে।’

‘তাকে সরফিরা (পাগল) বলেছে, কিন্তু সে থামেনি। কারণ, পাগল সেই হয় যে পৃথিবীর বানানো সমস্ত নিয়ম ভাঙ্গার সাহস রাখে। এমনই এক পাগলের সত্য কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করতে চলেছে। দেখুন আমার সিনেমা সরফিরা। আগামী ১১ই অক্টোবর থেকে শুধুমাত্র ডিজনি-প্লাস-হটস্টারে।’

যা দেখার পর থেকে দর্শকদের উচ্ছ্বাস বেড়ে গিয়েছে বহুমাত্রায়। কারণ, এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। বক্সঅফিসেও বেশ ভালো রকম সাফল্য লাভ করেছে অক্ষয় কুমারের সরফিরা। এবার সেটিই আসতে চলেছে হটস্টারে।

যেখানে অক্ষয় কুমার ছাড়া অভিনয় করেছেন রাধিকা মদান, পরেশ রাওয়ালের মতোন প্রমুখ তারকারা। সিনেমাটি মূলত একটি সত্য কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। তাই সেটি যে দর্শকদের আরও বেশি আকর্ষণ করবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আপাতত ১১ই অক্টোবরের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।