সরকারি এই ব্যাঙ্কের দারুণ স্কিমে টাকা রাখলেই হবেন লক্ষ লক্ষ টাকার অধিকারী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর তরফে আবারও প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হলো একটি দুর্দান্ত স্কিম। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে বিশেষ এই প্রকল্পের মাধ্যমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই নতুন স্কিম সম্পর্কে জানতে অনেকেই উদ্বিগ্ন। তবে জেনে নেওয়া যাক কী কী মিলবে এই স্কিমের মাধ্যমে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর তরফে প্রবীণ নাগরিকদের জন্য আনা এই স্কিমটির নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমের আওতায় গ্রাহকেরা সবচেয়ে কম ১ হাজার টাকার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর জমা করা যাবে সবচেয়ে বেশি ৩০ লক্ষ টাকা।

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে গ্রাহককে প্রথমে SCSS প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। তবে যে গ্রাহকেরা এই প্রকল্পের আওতায় আসবেন তাদের বয়স হতে হবে ৬০ বছরের বেশি। তবে এই প্রকল্পের আওতায় আসার জন্য বয়সের কিছু ছাড় রয়েছে। তবে সেটি শর্তাবলি প্রযোজ্য।

সরকারি ব্যাঙ্কটির তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। অর্থাৎ সরকারি কিংবা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা ৫৫ বছর বয়স হলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।

এর পাশাপাশি প্রতিরক্ষা কর্মীদের এই প্রকল্পে যদি বিনিয়োগ করেন তবে তাদের বয়স ৫০ বছর হলে তারা বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে পাঁচ বছরে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। লগ্নি করার এক বছরের মধ্যে টাকা তুললে কোনোরকম সুদ পাবেন না গ্রাহকেরা। তবে গ্রাহকেরা যখন খুশি টাকা তুলে নিতে পারেন।