রতন টাটার মৃত্যুতে ভেঙে পড়েছেন শান্তনু! কিন্তু কে এই শান্তনু? কী- ই – বা তাদের সম্পর্ক?

সকলের প্রিয় শিল্পপতি রতন টাটা আজ আর আমাদের মধ্যে নেই। গত পরশুদিন অর্থাৎ 9-ই অক্টোবর তিনি প্রয়াত হন। তার মৃত্যুতে শোকান্বীত গোটা দেশ। তার মৃত্যুতে শোকাহত বিখ্যাত ব্যবসায়ী মুকেশ অম্বানী,হর্ষ গোয়েন্‌কা,মুকেশ অম্বানী আরো নামি দামি ব্যক্তিরা। কিন্তু এনারা বাদেও শান্তনু নামে এক ব্যক্তিকে রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা গেছে। জানা গেছে, এই শান্তনু নাকি রতন জী -এর খুব কাছের মানুষ ছিলেন।শান্তনু নাইডু আসলে রতন টাটার সবচেয়ে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ছিলেন।

বুধবার অর্থাৎ ৯ অক্টোবর রতন টাটার মৃত্যুতে শান্তনু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায় শান্তনু ও রতন টাটা একই সাথে বিমানে যাত্রা করেছেন। শোক প্রকাশ করে শান্তনু লিখেছেন,”রতন টাটার মৃত্যুতে আমাদের বন্ধুত্বে যে ফাটল ধরেছে সেটা আমি আমার পরবর্তী জীবনে পূরণ করতে পারি তার চেষ্টা করবো।” ভালবাসার জন্য দুঃখ দিয়ে তার মূল্য চোকাতে হয়,বিদায় জানাই আমার প্রিয় বাতিঘরকে।’’

৩০ বছর বয়সী শান্তনু মধ্য আশির রতন টাটা কে সমস্ত রকম অফিশিয়াল কাজে সাহায্য করতেন। এমনকি টাটা জী-র ফেসবুক ইনস্টাগ্রামে কখন কোন পোস্টটা করতে হবে এবং তাতে কি হ্যাশট্যাগ থাকবে সে ব্যাপারেও শান্তনু তাকে সহায়তা করতেন। শান্তনুর সাহায্যেই তার প্রিয় বন্ধু রতন টাটার ইনস্টাগ্রামে পাঁচ লক্ষেরও বেশি ফলোয়ার হয়ে যায়।

নেটিজেনদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, শান্তনুর সাথে রতন টাকার আসল সম্পর্ক কি? কিভাবেই বা এত বড়ো একজন শিল্পপতির সাথে শান্তনুর পরিচয় হলো? শান্তনু রতন টাটার ছেলের বয়সী কিন্তু তারপরও কিভাবে তাদের বন্ধুত্ব এত গভীর?

আসলে রতন টাটা খুবই পশু প্রেমিক ছিলেন এবং অন্যদিকে শান্তনু ও প্রচুর পরিমাণে জীবজন্তু ভালবাসতেন। সমাজে যেসব পশুদের থাকার কোন জায়গা নেই, খাওয়ার মতো কিছু নেই সেই সমস্ত পশুদের প্রতি দুজনের একই পরিমাণ ভালবাসা থাকায় ২০১৪ সালে তাদের বন্ধুত্বের সূত্রপাত ঘটে এরপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। দেখতে দেখতে দশটি বছর হয়ে গেছে তাদের বন্ধুত্বের। আজ তাদের বন্ধুত্বের মায়া কাটিয়ে তিনি পরলোক গমন করেছেন।

error: Content is protected !!