হুবহু বলি নায়িকা শ্রদ্ধা! IPL-দেখতে গিয়ে জনপ্রিয় তরুণীর আসল পরিচয়

Shraddha Kapoor heroine exactly say! The real identity of the popular young woman watching IPL

সম্প্রতি আইপিএল চলাকালীন স্টেডিয়ামের মধ্যে থেকে এক তরুণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। আর তিনিই নাকি বলিউডের শ্রদ্ধা কাপুর। সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জারস্ বেঙ্গালুরুর খেলা। গোটা স্টেডিয়ামে লোকে লোকারণ্য। ক্যামেরা খেলার মাঝে দর্শকদের দিকে ঘুরে যাচ্ছে। সেখান থেকেই এক তরুণীকে দেখতে পাওয়া যায়।

Shraddha Kapoor heroine exactly say! The real identity of the popular young woman watching IPL

আর তারপর থেকে অনেকের মনে কৌতুহল শুরু হয়। অনেকেই সন্দেহ করতে থাকেন ওই তরুণী শ্রদ্ধা কাপুর। এদিকে সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না শ্রদ্ধা।

Shraddha Kapoor heroine exactly say! The real identity of the popular young woman watching IPL

কিন্তু ক্যামেরায় ওই তরুণীর মুখ হুবহু বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে মিলে গিয়েছে। আর এরপর সেই তরুণী ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ার সকলেই বলতে থাকেন ওই তরুণীর সঙ্গে শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরের মিল রয়েছে।

Shraddha Kapoor heroine exactly say! The real identity of the popular young woman watching IPL

আর ওই তরুণীর ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা লেখেন, “আরেহ! এতো আমিই”। ছবিতে গান বাজতে থাকে ‘ম্যায় হুঁ না’ ছবির। তবে তরুণী আদলে শ্রদ্ধা নন। অনেকেই তাকে শ্রদ্ধার মতন দেখতে ভেবে একই মানুষ বলে ভুল করেছেন। কিন্তু সম্প্রতি ওই তরুণীর পরিচয় সামনে এসেছে।

Shraddha Kapoor heroine exactly say! The real identity of the popular young woman watching IPL

ওই তরুণী হলেন প্রগতি নাগপাল। তিনি মুম্বাইয়ের বাসিন্দা। তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। আরং তিনি গান গাইতে ভালোবাসেন। মুম্বাইয়ের একটি খ্যাতনামা সঙ্গীত প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ওই তরুণী।

Shraddha Kapoor heroine exactly say! The real identity of the popular young woman watching IPL

এদিকে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর প্রগতির ছবি শেয়ার করার পর প্রগতি একসঙ্গে খেলা দেখতে যাওয়ার প্রস্তাব দেন অভিনেত্রীকে। তবে অভিনেত্রীকে এরপর আর কিছু বলতে দেখা যায়নি। প্রগতি ভবিষ্যতে গান নিয়েই এগিয়ে যেতে চান বলে খবর।

আরও পড়ুন,
*জিতু-নবনীতার বিচ্ছেদে তাঁর হাত? অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী
*ওয়েবক্যামে যৌনচাহিদা মেটাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়! ভিডিও ক্লিপ ফাঁস