২০০ কোটির সম্পত্তি বিলিয়ে এখন সন্ন্যাসী গুজরাটের দম্পতি! জানুন ব্যবসায়ীর পরিচয়

বিত্তবান ও প্রভাবশালী ছিলেন কিন্তু এখন তারা সন্ন্যাস গ্রহণ করতে প্রস্তুত। আর তাই ২০০ কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলেন তারা। এমনই এক ঘটনা ঘটেছে গুজরাটে। এক ব্যবসায়ী ও তার স্ত্রী এবার সন্ন্যাস নিতে চান৷ আর সেই কারণে তাদের এতদিনের তৈরি করা সম্পত্তি বিলিয়ে দিলেন সকলের মাঝে। দুই বছর আগে তার দুই সন্তান সন্ন্যাস নিয়েছিলেন।

এবার সেই পথ বেছে নিলেন ব্যবসায়ী ও তার স্ত্রী। ওই ব্যবসায়ীর নাম ভবেশ ভাণ্ডারি। তার নির্মাণকাজের ব্যবসা রয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। দুই বছর আগের তাদের দুই সন্তান সন্ন্যাসের পথ বেছে নেন। তার এক পুত্র ১৬ বছর ও কন্যা ১৯ বছর। এবার সন্তানদের দেখে অনুপ্রাণিত হলেন বাবা মা।

আর তাই গোটা সম্পত্তি বিলিয়ে দিলেন। আগামী দিনে দেশ জুড়ে ভিক্ষা করেই দিন কাটাবেন তারা। ফেব্রুয়ারী মাসে একটি অনুষ্ঠান করে সমস্ত সম্পত্তি দান করেছেন তারা। ধীরে ধীরে ত্যাগ স্বীকারের প্রক্রিয়া শুরু করেছেন। এদিন রবিবার বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন তারা। দেখা যায় একটি ভ্যানে রাজকীয় পোশাক পরে তাদের সম্পদ বিলিয়ে দিচ্ছেন তারা।

আগামী ২২শে এপ্রিল তাদের শপথ নেবার পালা। আর তারপরই শুরু হবে কৃচ্ছ্বসাধন প্রক্রিয়া। এভাবেই তারা বাকি জীবন কাটিয়ে দিতে চান। সংসারের সকল বন্ধন কাটিয়ে ফেলতে হবে। আর সেই কারণে সম্পত্তি রাখা চলবে না৷ আর সেই কারণে তারা সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছেন।

সন্ন্যাস নেওয়ার পর তাদের কাছে থাকবে কেবল সাদা রঙের দু’টি পোশাক। একটি ভিক্ষার পাত্র থাকবে ও সাদা রঙের ঝাঁটা রাজহরন। এই ঝাঁটার সাহায্যে কোথাও বসতে গেলে নোংরা পোকামাকড় সরিয়ে দিতে হয়। সন্ন্যাস নিলে খালি পায়ে ঘুরতে হবে এবং ভিক্ষা করে দিন নিবারন করতে হবে।

আরও পড়ুন,
*হুবহু বলি নায়িকা শ্রদ্ধা! IPL-দেখতে গিয়ে জনপ্রিয় তরুণীর আসল পরিচয়
*জিতু-নবনীতার বিচ্ছেদে তাঁর হাত? অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক