দীর্ঘদিন পর মহাকাশের কার্যকলাপ শেষ করে অবশেষে দেশে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। গতকাল রবিবার ভোরে দিল্লিতে নামেন শুভাংশু। জানা যাচ্ছে এদিন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন শুভাংশু। মুখোমুখি তাদের বৈঠক হবে।
আর এই কথা মতই সোমবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছেন শুভাংশু। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টাকা ১৮ দিন কাটিয়েছেন শুভাংশু। সেখানে নানান পরীক্ষানিরীক্ষা সেরে পৃথিবীতে ফিরে আসেন শুভাংশু সহ চার নভশ্চরের দল।
পৃথিবীতে ফিরে আসার পর শুভাংশুকে বেশ কিছুদিন বিশেষ পর্যবেক্ষণে থাকতে হয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাওয়াতে বেশ কিছুদিন সময় লেগেছে। হাঁটাচলা সহ একাধিক পর্যবেক্ষণের পর অবশেষে ছুটি মিলেছে তার। আর তারপরই দেশে ফিরে এসেছেন তিনি। রবিবার ভোর বেলা দিল্লি বিমানবন্দরে নামেন শুভাংশু।
তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সহ অনেকে। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার করবেন শুভাংশু। যদিও মহাকাশ স্টেশন থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তার। সেইসময় ভারতের গগনযান নিয়েও কথা হয় তাদের মধ্যে। তবে সোমবার সামনাসামনি দেখা হওয়ার পর তাদের মধ্যে কী কথা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।