অবশেষে মঙ্গলবার জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হল স্ত্রী গরিমার বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে দিয়ে, মুগ্ধ অনুরাগীরাও, কোন বিশেষ কাজটি স্বামীর উদ্দেশ্যে করলেন স্ত্রী গরিমা?

গত শুক্রবার সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে ভারতীয় গায়ক জুবিন গর্গের। জানা গিয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে তার। এরপর সিঙ্গাপুর থেকে গত রবিবার দিল্লিতে আনা হয় গায়কের দেহ। সেদিনই গুয়াহাটিতে পৌঁছোয় জুবিন গর্গের মরদেহ। গুয়াহাটি বিমানবন্দরে হাজির হয়েছিলেন গায়কের স্ত্রী গরিমা। এদিন মঙ্গলবার অবশেষে গায়কের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আর এদিন গায়ককে বিশেষভাবে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন স্ত্রী গরিমা।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে গায়কের স্ত্রী তার স্বামীর মৃত্যুতে তাকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, গরিমা সুপুরি দিয়ে পান সাজাচ্ছেন। জানা যাচ্ছে, জুবিন পান খেতে নাকি খুব ভালোবাসতেন। আর তাই তার শেষ যাত্রায় তাকে পান সাজিয়ে দিলেন স্ত্রী গরিমা। আর গায়কের প্রতি তার স্ত্রী-এর এমন ভালোবাসায় অনুরাগীরা আবেগঘন হয়ে পড়েছেন।

আরও পড়ুন,
ক্যাটরিনার বেবিবাম্প আগলে ভিকি! জীবনের সেরা অধ্যায়ের পথে যাত্রা শুরু তারকা জুটির

গায়কের প্রতি যে তার স্ত্রী-এর ভালোবাসা প্রবল ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও জুবিন গর্গের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি স্ত্রী গরিমা। ময়না তদন্তের রিপোর্ট বলছে, জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিনের। যদিও তার সেই মৃত্যু নিয়ে তৈরি হয় নানান ধোঁয়াশা। এই কারণে অসম সরকারের তরফে ফের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়। অবশেষে মঙ্গলবার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয় গায়কের।

এদিন সকাল ১০টায় সোনাপুরে কামরুচিতে শেষকৃত্য সম্পন্ন হয় জুবিন গর্গের। এদিন সেখানে গায়কের পরিবার থেকে অনুরাগীদের পাশাপাশি বাড়ির পোষ্যরা হাজির হয়েছিল গায়ককে শেষবারের মতন দেখতে। এদিন গায়ককে শেষ বিদায় জানাতে অনুরাগীদের ভীড় ছিল চোখে পড়ার মতন।

আরও পড়ুন,
শেষ হল অন্তেষ্টিক্রিয়া, নিঃসন্তান জুবিনের মুখাগ্নি করলেন কে?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক