একাদশ-দ্বাদশ SLST ফল প্রকাশে সাইট জট, প্রার্থীদের জন্য চালু হল নতুন ওয়েবসাইট

শুক্রবার রাতেই স্কুল সার্ভিস কমিশন (SSC) ঘোষণা করেছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের SLST পরীক্ষার ফলাফল। তবে ফলপ্রকাশের পরদিন শনিবারও রাজ্যের বহু পরীক্ষার্থী অভিযোগ তুলেছেন, তাঁরা এখনও ফলাফল দেখতে পারছেন না। কারণ হিসেবে উঠে এসেছে একসঙ্গে অতিরিক্ত ভিজিটের ফলে কমিশনের মূল ওয়েবসাইটে অস্বাভাবিক চাপ।

কমিশনের দাবি, প্রতি ঘণ্টায় প্রায় ৫০ হাজার হিট হচ্ছে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই চাপের জেরেই বারবার সাইট অচল হয়ে পড়ছে। যদিও SSC–র বক্তব্য, প্রার্থীদের একটি বড় অংশ ইতিমধ্যেই তাঁদের ফলাফল দেখে নিয়েছেন। তবুও যাতে বাকি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ফল দেখতে পারেন, সেই লক্ষ্যেই কমিশনের তরফে চালু করা হয়েছে অতিরিক্ত একটি বিকল্প ওয়েবসাইট।

নতুন ওয়েবসাইটে ফল দেখা যাবে

এখানে ক্লিক করে– পরীক্ষার্থীরা এখন ফলাফল ডাউনলোড করতে পারবেন। মূল ওয়েবসাইট westbengalssc.com–এ চাপ কমাতেই এই উদ্যোগ নিয়েছে কমিশন।

দ্রুত ফলপ্রকাশ

পরীক্ষা নেওয়ার মাত্র ৫৪ দিনের মাথায় ফল ঘোষণা করা হয়েছে, যা SSC–র দৃষ্টিতে উল্লেখযোগ্য দ্রুততা। ফলের সঙ্গে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল আনসার কি–ও।

শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাই (Document Verification) পর্ব শুরু হবে ১৭ নভেম্বর থেকে। সেই অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সমন পাঠানো হবে।

প্রার্থীদের সুবিধার্থে বাড়তি উদ্যোগ

সাইট ভিড় সামলাতে সাধারণত সরকারি ওয়েবসাইটগুলোর সাড়া দিতে সময় লাগে। তাই অতিরিক্ত একটি হেল্পডেস্ক ওয়েবসাইট চালু হওয়ায় পরীক্ষার্থীরা তুলনামূলক দ্রুত পরিষেবা পাবেন বলে আশা SSC–র।

ফলপ্রকাশের পর উৎসাহ ও উদ্বেগ—দুইয়ের মিশ্র পরিবেশ দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে। দ্রুত নথি যাচাই পর্ব শুরু হওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়াও দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
WBSSC Result 2025: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নথি যাচাই ১৭ নভেম্বর

প্রশ্নউত্তর (FAQ)

1. প্রশ্ন: একাদশ-দ্বাদশ SLST ফল কবে প্রকাশিত হয়েছে?
উত্তর: শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে ফল প্রকাশিত হয়েছে।

2. প্রশ্ন: কোন ওয়েবসাইটে প্রথম ফলাফল প্রকাশ হয়?
উত্তর: westbengalssc.com–এ প্রথম ফলাফল প্রকাশিত হয়।

3. প্রশ্ন: অনেক পরীক্ষার্থী ফল দেখতে পারছেন না কেন?
উত্তর: একসঙ্গে অতিরিক্ত ভিজিটের চাপের কারণে সাইট বারবার অচল হয়ে পড়ছে।

4. প্রশ্ন: প্রতি ঘণ্টায় কতজন সাইটে ঢুকছেন?
উত্তর: প্রতি ঘণ্টায় প্রায় ৫০ হাজার হিট হচ্ছে।

5. প্রশ্ন: নতুন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে?
উত্তর: www.wbsschelpdesk.com–এ গিয়েও ফল দেখা যাবে।

6. প্রশ্ন: নতুন সাইট কেন চালু করা হয়েছে?
উত্তর: প্রধান ওয়েবসাইটের উপর চাপ কমানো এবং প্রার্থীদের সুবিধার জন্য।

7. প্রশ্ন: পরীক্ষার ফল দেখতে কী তথ্য লাগবে?
উত্তর: আবেদন নম্বর ও জন্মতারিখ প্রয়োজন।

8. প্রশ্ন: আনসার কি কি প্রকাশ করা হয়েছে?
উত্তর: হ্যাঁ, ফলের সঙ্গে অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়েছে।

9. প্রশ্ন: পরীক্ষা নেওয়ার কত দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে?
উত্তর: মাত্র ৫৪ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে।

10. প্রশ্ন: নথি যাচাই (DV) কবে শুরু হবে?
উত্তর: ১৭ নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে।

11. প্রশ্ন: নথি যাচাইয়ের জন্য আলাদা মেল বা এসএমএস আসবে কি?
উত্তর: হ্যাঁ, SSC প্রার্থীদের আলাদাভাবে জানাবে।

12. প্রশ্ন: ফল ডাউনলোড করতে সমস্যা হলে কী করবেন?
উত্তর: নতুন হেল্পডেস্ক সাইটে চেষ্টা করতে পারেন অথবা SSC–র হেল্পলাইন ব্যবহার করতে হবে।

13. প্রশ্ন: মূল সাইট ও নতুন সাইট—দুটিতেই কি একই ফল পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, দুটিতে একই তথ্যই দেওয়া হচ্ছে।

14. প্রশ্ন: নথি যাচাই কোথায় হবে?
উত্তর: SSC শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ করবে।

15. প্রশ্ন: নথি যাচাইয়ের সময় কী কী নথি লাগবে?
উত্তর: অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং পরিচয়পত্র।

16. прশ্ন: SSC–র দাবি অনুযায়ী কতজন ইতিমধ্যেই ফল দেখে ফেলেছেন?
উত্তর: কমিশন জানিয়েছে, বেশিরভাগ প্রার্থী ইতিমধ্যেই ফল পেয়ে গেছেন।

17. প্রশ্ন: ওয়েবসাইট সচল হতে সমস্যা কতক্ষণ চলবে?
উত্তর: ভিজিটের চাপ কমলেই সাইট স্বাভাবিক হবে।

18. প্রশ্ন: ফল দেখতে কি কোনও ফি দিতে হয়?
উত্তর: না, সম্পূর্ণ বিনামূল্যে দেখা যায়।

19. প্রশ্ন: ভবিষ্যতে আরও ওয়েবসাইট দেওয়া হবে কি?
উত্তর: প্রয়োজন হলে SSC অতিরিক্ত সাইট দিতে পারে।

20. প্রশ্ন: ফলপ্রকাশ নিয়ে কি অফিসিয়াল নোটিশ আছে?
উত্তর: হ্যাঁ, SSC–র অফিসিয়াল পোর্টালে নোটিশ রয়েছে।

21. প্রশ্ন: ফল ডাউনলোডের পর কি সেটি সংরক্ষণ করতে হবে?
উত্তর: অবশ্যই, DV–র সময় জমা দিতে হতে পারে।

22. প্রশ্ন: মোবাইল থেকেও ফল দেখা যাচ্ছে কি?
উত্তর: হ্যাঁ, সাইট মোবাইল ফ্রেন্ডলি।

23. প্রশ্ন: ফল সংশোধন বা অভিযোগ জানানোর উপায় কী?
উত্তর: SSC–র হেল্পডেস্ক ইমেল ও ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

24. প্রশ্ন: নথি যাচাইয়ের পরে পরবর্তী ধাপ কী?
উত্তর: যোগ্য প্রার্থীদের পরবর্তী পর্যায়ে পাঠানো হবে।

25. প্রশ্ন: ফলপ্রকাশের পর কোনও পরিবর্তনের সম্ভাবনা আছে কি?
উত্তর: SSC–র নির্দেশ অনুযায়ী প্রয়োজন হলে সংশোধিত তালিকা প্রকাশ হতে পারে।

#SSCResult #SLSTExam #WestBengalSSC

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক