সোনাক্ষীকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দিলেন জাহির! ডুবতে ডুবতে বাঁচলেন অভিনেত্রী, দেখুন ভিডিও

সমুদ্রে বেড়াতে গিয়ে স্ত্রী সোনাক্ষীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন তার স্বামী জাহির ইকবাল! যে ভিডিও সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে সমুদ্রে তাকে ধাক্কা দিতে গেলেন কেন জাহির? আসলে নিছকই মজার ছলে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

আমরা সকলেই জানি জাহির এবং সোনাক্ষীর মধ্যে ভীষণই খুনসুটির সম্পর্ক রয়েছে। একে অপরের পেছনে লাগতে কখনই ভোলেন না তারা। দু’জন দু’জনের সাথে মজায় সময় কাটাতে পছন্দ করেন। সেরকমই সম্প্রতি তারা অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছেন।

অস্ট্রেলিয়ার সমুদ্রে যখন তারা সময় কাটাচ্ছিলেন তখন সোনাক্ষী তার ফোনটি দূরে রেখে ভিডিও তৈরি করছিলেন, তবে হঠাৎ করেই পেছন থেকে জাহির গিয়ে তাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর জলের মধ্যে রীতিমতো নাকানিচোবানি খেতে শুরু করেন সোনাক্ষী। আর এই ঘটনা জাহির বেশ উপভোগ করেছেন।

ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হেসে কুপোকাত। এরপর কোনোরকমে ওপরে উঠে আসেন সোনাক্ষী। ছুটে জাহিরকে মারতে যান তিনি। তবে জাহিরও সেখান থেকে পালিয়ে যান। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এই ছেলেটা শান্তিতে একটা ভিডিও তৈরি করতেও দেবে না।’

তাদের এই মজার ভিডিওটি দেখে হেসে কুপোকাত সোশ্যাল মিডিয়াবাসীও। প্রত্যেকেই বলছেন জাহির সবসময় সোনাক্ষীর পেছনে লাগেন। তবে এই বিষয়টি যে তারাও ভরপুর উপভোগ করেন তা আর বলার প্রয়োজন পড়ে না। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

error: Content is protected !!