গতবছর ধুমধাম করে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিয়ের পর থেকেই বিতর্ক তাকে বারংবার চর্চায় রেখেছে। আর তার কারণ হল ভিন্ন ধর্মে তার বিয়ে। জাহির ইকবাল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় সোনাক্ষী ও জাহিরের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু অবশেষে তাতে কোনও লাভ হয়নি। বরং আরও মিলেমিশে রয়েছেন সোনাক্ষী ও জাহির। সম্প্রতি তাদের নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে।
বলিউডে ভিন্ন ধর্মে বিয়ে নতুন নয়। একাধিক তারকা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন এবং সুখে রয়েছেন। তাদের মধ্যে জাহির ও সোনাক্ষী অন্যতম। বলিউড অভিনেতা সালমান খান বহুদিন ধরেই নিজের বাড়িতে গণেশ পুজো করেন। আর সেই পুজোয় হাজির থাকে গোটা বলিউড। তেমনই এদিন গণেশ পুজোতে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল।
আর তারপরই নানান চর্চা শুরু হয় চারিদিকে। গণেশ পুজোয় স্বামীকে নিয়ে যেমন আসেন সোনাক্ষী তেমনই বিসর্জনের সময়েও তাদের একসঙ্গে দেখা গিয়েছে। স্বামীকে নিয়ে ঠাকুর আরতি করতেও দেখা যায় সোনাক্ষীকে। সোনাক্ষীর পরনে ছিল চুড়িদার ও মাথায় ঢাকা ওড়না। জাহিরের পরনে ছিল প্যান্ট ও শার্ট। এদিকে ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় জাহিরকে ফের কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
অনেকের মতে, “ইচ্ছে নেই, শুধু শুধু জোর করে পুজো করছেন কেন?” আবার কেউ কেউ বলছেন, সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়েছেন জাহির ইকবাল পুজোয় আসতে। এভাবে সমালোচনার ঝড় বয়েই চলেছে। যদিও তারকা দম্পতির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোনাক্ষী তার বিয়ের পর জানিয়েছিলেন, “ধর্ম নয়, বরং তাদের কাছে ভালোবাসাটাই আসল।”