ভিন্ন ধর্মে বিয়ে হওয়ার জন্য কম আলোচনা হয়নি। কিন্তু সেসব উড়িয়ে দিয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে দিব্যি হাসিমজায় কাটাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের আগে তার পরিবার তার স্বামী জাহিরকে মেনে নিতে পারছিল না বলে শোনা গিয়েছিল। সোনাক্ষীর পরিবারের তরফে মুসলিম পরিবারে মেয়ের বিয়ে নিয়ে আপত্তির কথা শোনা গিয়েছিল। এই জল্পনা শিলমোহর পড়ে যখন দেখা যায় সোনাক্ষী ভাইয়েরা বিয়েতে হাজির হননি।
তবে আইনিভাবে তারা বিয়ে সারেন। যদিও বর ও কনের বাড়িতে সেভাবে কোনো অনুষ্ঠান হয়নি। তবে এই বিয়ে খুব সহজ ছিল না। তবে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা। এক সাক্ষাৎকারে বাবার সঙ্গে স্বামীর মিলের কথা জানালেন সোনাক্ষী। এর পাশাপাশি তিনি জানান অনেকদিন ধরে তার বাবা জাহিরকে চিনতেন।
অভিনেত্রী এর পাশাপাশি জানান, তার বাবা জাহিরকে পছন্দ করতেন। তিনি জানান, “বাবাকে যখন জানিয়েছিলাম, তখন বাবা বলেছিলেন, ‘যব মিঞা বিবি রাজি, তো কেয়া করেগা কাজি।।বাবা জাহিরকে চিনতেন, পছন্দও করতেন।” এর পাশাপাশি তিনি জানান, জাহিরের সঙ্গে তার বাবার বিস্তর মিল রয়েছে।
তার কথায়, “জানেন তো, আমার বাবার জন্মদিন ৯ ডিসেম্বর। জ়াহিরের ১০ ডিসেম্বর। ফলে চরিত্রগত ভাবেও ওঁদের মধ্যে অনেক মিল রয়েছে।” সোনাক্ষী জাহিরের সঙ্গে প্রেম করার কথা প্রথম তার মা পুনমকে জানান৷
তিনি বলেন, “মা জাহিরকে চিনতেন। ওরা নিজেরা ভালবেসে বিয়ে করেছিলেন। ওরা জানেন ভালবাসার অর্থ।” দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাহির ও সোনাক্ষী। গত ২৩শে জুন দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে।
আরও পড়ুন,
*হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিশালাকৃতি বডিবিল্ডার ইলিয়া ইয়েফিমচিকের