সাউথ পয়েন্টই সেরা! CBSE দশমে ৩৫৯ জন টপকালো ৯০%, প্ৰথম দশের তালিকা

‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’এর (CBSE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য ‘সাউথ পয়েন্ট স্কুল’এর। তাদের ৩৫৯ জন পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৯০ শতাংশ বা তার বেশি। এদের মধ্যেই ১২৬ জন ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। এই বছর ওই স্কুল থেকে মোট ৮২৯ জন পরীক্ষা দিয়েছিল। যাদের প্রাপ্ত গড় নম্বর ৮৫.৯৯ শতাংশ। তাদের এই সাফল্য নজির গড়েছে। জানা গিয়েছে, ৮২৯ জনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে সোমদত্তা মন্ডল(৪৯৪)। এছাড়া মোট ১০ জন ৪৯০ এর বেশি নম্বর পেয়েছে।

মেধাতালিকা-
১. সোমদত্তা মণ্ডল: ৪৯৪ (৯৮.৮ শতাংশ)। 

২. সৃজন সুর: ৪৯৩ (৯৮.৬ শতাংশ)। 

৩. দেবদীপ সাহু: ৪৯৩ (৯৮.৬ শতাংশ)। 

৪. সৌহৃদ্য দাস: ৪৯২ (৯৮.৪ শতাংশ)। 

৫. মহর্ষি সরকার: ৪৯২ (৯৮.৪ শতাংশ)। 

৬. অর্ঘ্য বাগচী: ৪৯১ (৯৮.২ শতাংশ)। 

৭. সংলাপ খাঁ: ৪৯১ (৯৮.২ শতাংশ)। 

৮. আয়েশা চক্রবর্তী: ৪৯০ (৯৮ শতাংশ)।

৯. আদৃত বসু: ৪৯০ (৯৮ শতাংশ)।

১০. সৌরিক হাজরা: ৪৯০ (৯৮ শতাংশ)।

আরও পড়ুন,
*ইচ্ছেশক্তির জয়! প্রতিবন্ধকতাকে হারিয়ে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিকে ৪০২ নম্বর
*কম বয়সী সঙ্গীকে মানিয়ে নেওয়ার নিয়ম, জানেন না অনেকেই

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক