কন্যার বিয়ের আগে শত্রুঘ্ন সিনহার ‘রামায়ণ’-এ বিশেষ পুজো! এল সোনাক্ষীর পোশাক

অবশেষে সব বাঁধা পেরিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। একমাত্র মেয়ের ভিন্ন ধর্মে বিয়ে হওয়া নিয়ে কিছুটা আপত্তি ছিল শত্রুঘ্ন সিনহার। কিন্তু অবশেষে মেয়ের সিদ্ধান্তে শিলমোহর দিলেন তিনি। জানা যাচ্ছে, এই বিয়েতে পাত্র ও পাত্রী কারোরই ধর্ম পরিবর্তনের উপর জোর দেওয়া হচ্ছে না৷ এই কথা পরিষ্কার জানিয়েছেন পাত্র জাহির ইকবালের বাবা।

শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, বিয়ের আগে ঝামেলা হওয়াটা স্বাভাবিক, ঝামেলা ছিলও, তবে যাকিছু সমস্যা ছিল তা মিটে গিয়েছে। সোনাক্ষী ও জাহিরের বিয়েতে তাদের আশীর্বাদ করতে উপস্থিত তাকবেন পুনম ও শত্রুঘ্ন। এদিকে বিয়ের আগে সেজে উঠেছে ‘রামায়ন’ অর্থাৎ শত্রুঘ্ন সিনহার বাড়ি। বিয়ের আগে মেয়ের বাড়িতে রীতি মেনে হলো পুজো। সেই পুজোতে মেয়েকে নিয়ে হাজির ছিলেন পুনম।

নানান অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। আর তা ভাইরাল হতে সময় নেয়নি৷ এদিকে বিয়ের পোশাক ‘রামায়ণ’-এর অন্দরে প্রবেশ করতে দেখা গিয়েছে। একটি ক্রিম ও গোলাপী রং-এর লেহেঙ্গা, আকাশি রং-এর টপ, অফ হোয়াইট রং-এর শেরওয়ানি দেখা গিয়েছে। তবে এগুলি বর ও কনের পোশাক নাকি অন্য কারোর তা জানা যায়নি।

জানা যাচ্ছে, বিয়েতে সোনাক্ষী সাজবেন আবু জানির পোশাকে ও মনীশ মালহোত্রার ডিজাইনিং পোশাকে সাজবেন জাহির ইকবাল। এর পাশাপাশি ‘হীরামাণ্ডি’ ছবির সকল কলাকুশলীরা উপস্থিত থাকবেন এই বিয়েতে। সালমান খানও বিশেষ অতিথি হিসেবে হাজির থাকতে পারেন। সোনাক্ষীর বিয়েতে হাজির থাকতে শত্রুঘ্ন সিনহার ভাইয়েরা বিদেশ থেকে দেশে আসছেন।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এই বিয়ের রেজিস্ট্রি হবে বলে জানা গিয়েছে। এই বিয়েতে কোনো হিন্দু ও মুসলিম কোনো রীতি পালন করা হবে না বলে জানা যাচ্ছে। সামান্য সইয়ের মধ্যে দিয়ে সম্পন্ন হবে বিয়ে। এই বিষয়ে জাহির ইকবালের বাবা বলেন, এটি মনের মিলনের অনুষ্ঠান।