শরীরচর্চার কিছু সাহসী ছবি পোস্ট করায় ‘কামদেবী’র তকমা পেলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র! তার সোশ্যাল মিডিয়া কমেন্টবক্স ভরে গিয়েছে এহেন মন্তব্যে। কেরিয়ারের শুরু থেকেই সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা। মাঝেমধ্যেই ভীষণই আবেদনময়ী অবতারে দেখা যায় তাকে।
এবারও তার অন্যথা হয়নি। সম্প্রতি নিজের শরীরচর্চা করার বেশ কিছু সাহসী ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে উন্মুক্ত হয়েছে তা শরীরের বেশ কিছু গোপনা অংশ। আর তা দেখামাত্রই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের কথায় শ্রীলেখা হলেন ‘কামদেবী।’
আবার কেউ কেউ স্বীকার করে নিয়েছেন যে তারা তার ছবিগুলি জুম করে দেখেছেন। এখানেই শেষ নয় কেউ কেউ আবার এমনও মন্তব্য করেছেন যে তিনি যত যাই করুন আর কোনো কাজ পাবেন না। এক কথায় বলতে গেলে অশ্লীল মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা।
তবে এসব জিনিস নিয়ে কখনোই তোয়াক্কা করেন না অভিনেত্রী। নিজের পছন্দ মতোন কাজ করতেই পছন্দ করেন। সেটা সমাজসেবা হোক বা কারোর মুখের উপর সত্যি কথা বলা। এই যেমন দেশের সর্বোচ্চ আদালত রাস্তার কুকুরদের ওপর যে নিষেধাজ্ঞা চাপিয়েছেন তা নিয়েও স্পষ্ট কথায় প্রতিবাদ করেছেন শ্রীলেখা।
প্রিয় পোষ্যকে কোলে নিয়ে রাস্তায় নেমেছেন তিনি। তারা যে এই রায় বরদাস্ত করছেন না, সেই নিয়ে আন্দোলন করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের বাড়ির সারমেয়দের ছবি পোস্ট করে লিখেছেন, ‘যারা কুকুরদের ঘৃণা করেন তার বাড়িতে তাদের প্রবেশ নিষিদ্ধ।’