‘এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না? দু সপ্তাহ হতে চলল তো’ প্রশ্ন স্বস্তিকার

আর.জি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! প্রশ্ন তুললেন, ‘দুই সপ্তাহ পার হয়ে গেল এখনো পর্যন্ত কাউকে ধরা গেল না?’ গত ৮ ই আগস্ট কলকাতার বুকে ঘটে গিয়েছেন নৃশংস ঘটনা। ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও আদালতের নির্দেশে সেই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এই ঘটনার পর গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামক সিভিক ভলিন্টিয়ার। এছাড়াও আর.জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বারবার জেরা করেছে। তবে এখনো পর্যন্ত কোনোরকম নতুন তথ্য উঠে আসেনি।

সকলে বলছেন যেমন ভয়ঙ্করভাবে তিলোত্তমাকে হত্যা করা হয়েছে তা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বাকি অপরাধীরা কবে প্রকাশ্যে আসবে সেই অপেক্ষাতেই রয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায়, তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।’

আসলে তিনি একজন কন্যা সন্তানের মা তাই নির্যাতিতার মায়ের কষ্টের কথা ভেবে রাতে ঘুম আসছে না তার। বারবার শুধু ভাবছেন ওঁর বাবা মা কী নিয়ে বাঁচবে? বলেন, ‘এটা ভাবলেই আর ঘুম আসে না। নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়। কেউ ধরা পড়বে? কেউ গ্রেপ্তার হবে? কেউ শাস্তি পাবে? এখনও সিবিআই কাউকে খুঁজে পাচ্ছে না? দু সপ্তাহ হতে চললো তো।’

আরও পড়ুন,
*আরজি করের বিচার চেয়ে এবার যা করলেন শিলাজিৎ

error: Content is protected !!