Tanushree: সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanushree)। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তার বিয়ের কিছু মুহূর্তের ছবি। যদিও লাল বেনারসী ও সোনার গয়নায় সেজে চিরাচরিত বঙ্গবধূ সাজেননি তিনি বরং অন্যরকমভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
দেশের মাটিতেও এই শুভ কাজ সম্পন্ন হয়নি, তিনি বিয়ে করেছেন বিদেশে। কিছুদিন আগেই জানা গিয়েছিল লাস ভেগাসে উড়ে যাচ্ছেন অভিনেত্রী। যদিও তার নেপথ্যে কোন কারণ রয়েছে সেই বিষয়ে কিছুই খোলসা করে জানাননি। অবশেষে সবটাই প্রকাশ্যে এসেছে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের বেশ কিছু মুহূর্তের ছবি তুলে ধরেন পরিচালক রাণা সরকার। যেখানে দেখা যায় সাদা গাউন, হাতে শাঁখা-পলায় সেজে উঠেছেন তিনি। আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন মনের মানুষটি। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে তার স্বামীর নাম সুজিত বসু, যিনি পেশায় আইটি কর্মী থাকেন আটলান্টায়।
একজন বন্ধুর মাধ্যমে নাকি দুজনের পরিচয় সেখান থেকেই প্রেমের সূত্রপাত। মাত্র ৫ মাসের সম্পর্কের পরেই বৈবাহিক জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে এদিন তাকে বিদেশী সাজে দেখা গেলেও সিঁথিতে কিন্তু উজ্জ্বল ছিল সিঁদুর। ছবিগুলি পোস্ট করে রাণা লিখেছেন, ‘খুব ভালো খবর তনুশ্রী। প্রভু জগন্নাথ তোদের জীবন খুশিতে ভরিয়ে দিক। বৈবাহিক জীবন আনন্দময় হোক। জয় জগন্নাথ।’
এই খবর প্রকাশ্যে আসামাত্র একপ্রকার চমকে গিয়েছেন দর্শকেরা। কারণ, তারা ঘুনাক্ষরেও টেন পারেননি তার জীবনে বিশেষ মানুষের প্রবেশ ঘটেছে। এমনকি বিয়ের খবরও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এক কথায় বেশ বড়সড় চমক দিলেন সকলকে। অন্যদিকে শেষবার তাকে দেখা গিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’ সিনেমায়।
আরও পড়ুন
Param-Piya: গানে গানে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন পরম-পিয়া, সাথে ভাগ করে নিলেন বিশেষ বার্তা
#Tanushree
