ভয়ংকর সুন্দর! জুতোয় জলপান থেকে সিংহের নিশানা, পথ হারিয়ে পাহাড়ি জঙ্গলে যেভাবে কাটলো ১০ দিন

20240712 065131

নিত্যদিনের মতোন তিন ঘণ্টার জন্য হাঁটতে বেরিয়েছিলেন তিনি। তবে বাড়ি ফিরতে তার লাগলো ১০ দিন। স্বপ্নেও ভাবেননি জীবনে এমন অন্ধকার ১০ দিন পার করতে হবে তাকে। ৩৪ বছর বয়সী লুকাস ম্যাকক্লিশ। উত্তর ক্যালিফোর্নিয়ার সান্টাক্রুজ়ের পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন।

তবে কিছুক্ষণ চলার পরই পথ হারিয়ে ফেলেম তিনি। এরপর জঙ্গলে কাটাতে হয়েছে ১০ দিন। অবশেষে তাকে খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। গত ১১ই জুন যাত্রা শুরু করেছিলেন লুকাস। কয়েক ঘন্টার যাত্রা পথ বলে হাতে মোবাইল ফোনটিও ছিল না তার।

এমনকি তার পরিবারের সদস্যরা জানতেন না তিনি নিখোঁজ হয়েছেন। এরপর যখন ১৬ই জুন পারিবারিক নৈশভোজে তিনি যোগদান করেননি তখন চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা, খবর দেওয়া হয় পুলিশে। ৯ রাত ১০ দিন পর তার সন্ধান পায় পুলিশ।

যদিও শেরিফের অফিস থেকে জানানো হয় অনেকে নাকি জঙ্গল থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পেয়েছেন। কিন্তু সেটি কোনদিক থেকে আসছে তা বোঝা যায়নি। তাকে খোঁজার জন্য ড্রোনের সাহায্য নিয়েছিল সান্টাক্রুজ় শেরিফের অফিস। একইসাথে কাজে লাগানো হয় কে-৯ স্নিফার কুকুরকে।

উদ্ধারকারীদের দেখেই কান্নায় ভেঙে পড়েছিলেন লুকাস

20240712 070619

উদ্ধারকারীদের দেখেই কান্নায় ভেঙে পড়েছিলেন লুকাস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেই সব ছবি। লুকাস জানান, ‘সারা বছরের হাঁটা এই ১০ দিনে হেঁটে নিয়েছি। ঝর্ণা থেকে জুতোয় ভরে জল খেয়েছি। বুনোফল খেয়ে দিন কাটিয়েছি। সাহায্যের জন্য চেঁচিয়ে গলা ধরা গিয়েছে। আমি ক্লান্ত।’

জানা গিয়েছে, তার অ্যালবিনো রয়েছে। তাই দিনের বেলায় রোদ এড়িয়ে থাকতে হয়েছে তাকে। কোনরকমে জীবনযাপন করেছেন তিনি। এই জঙ্গলে থাকতে প্রাণহানির সমস্যাও দেখা দিয়েছিল তার। আরও বলেন, ‘এই রাস্তায় আরও অনেকবার হেঁটেছি। সারাজীবন এখানেই আমার বসবাস। উত্তর থেকে দক্ষিণে অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। কখনোই বুঝতে পারিনি আমাদের পাহাড়গুলি এতোটা নির্মম।’