মহাসপ্তমীর আনন্দে মেতে উঠলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj) ও তার পরিবারের সদস্যর! সম্প্রতি তারই কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন রাজ। যেখানে ছেলেমেয়ে ও স্ত্রী শুভশ্রীর পাশাপাশি তার ভাগ্নী সৃষ্টিকেও দেখা গিয়েছে। শুভশ্রী এবং রাজ দুজনেই পারিবারিক মানুষ।
কাজের প্রবল চাপ সত্ত্বেও পরিবারের জন্য সময় দিতে কখনোই ভোলেন না তারা। সেটা পুজো হোfক বা পারিবারিক কোনো অনুষ্ঠান অথবা ছেলেমেয়ের স্কুলের কোনো অনুষ্ঠান সব জায়গায় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এই বিষয়টি তাদের অনেক বেশি আকর্ষণীয় করে তোলে ভক্তদের কাছে।
আরও পড়ুন,
Srabanti: ছেলে-বৌমাকে নিয়ে হইহই করে সপ্তমী কাটালেন শ্রাবন্তী! দেখুন সেই বিশেষ মুহূর্তের ছবি
সম্প্রতি যে কয়েকটি ছবি পোস্ট করেছেন রাজ সেখানে দেখা গিয়েছে তার পরনে ধুতি-পাঞ্জাবী এবং শুভশ্রী পরেছেন হলুদ শাড়ি আর তাদের সাথে রং মিলিয়েই ছেলে ইউভান পরেছে সাদা পাঞ্জাবী ও ধুতি, ইয়ালিনী পরেছে হলুদ রঙের ফ্রক। কখনো প্রতিমার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন।
আরও পড়ুন,
প্রয়াত জুবিন গার্গের শোকে ডুবে রাজ্যবাসী, এমন পরিস্থিতে অসম ছুটলেন ভাস্কর!
আবার কখনো ছেলেমেয়েকে নিয়ে বসে রয়েছেন। সবমিলিয়ে বলতে গেলে পুজো ভরপুর উপভোগ করছেন এই দম্পতি। আর ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা।’ যা দেখার পর তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
উল্লেখযোগ্য, শুরু হয়েছে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘হোক কলরব’এর শ্যুটিং। তবে এরই মাঝে পুজোর কয়েকটা দিন চুটিয়ে আনন্দ করে নিচ্ছেন তারা। অন্যদিকে শুভশ্রীকে দেখা যাবে পরবর্তী ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’এ। আপাতত তার কাজ চলছে জোরকদমে। এক কথায় বলতে গেলে দু’জনের কেরিয়ারই এখন মধ্যগগনে।