তিমিকে মানুষের মর্যাদার দাবি মাউরি জনগোষ্ঠীর রাজার!

The claim of human dignity to whales

এবার তিমিকে মানুষের মর্যাদা দেওয়ার দাবী জানালেন নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর রাজা। মানুষের যেমন নিজস্ব মর্যাদা রয়েছে তেমনি এই মাছকেও সেরকম মর্যাদা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আমরা সকলেই জানি বর্তমানে পরিবেশ দূষণের ফলে পৃথিবীর স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে লুপ্ত হচ্ছে।

বিভিন্ন প্রাণী আজ সংকটের সম্মুখীন হয়েছে। সেরকমই এই সামুদ্রিক প্রাণীও বিপদের সম্মুখীন। তাকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে রুশ সংবাদমাধ্যমের তরফ থেকে।

গত বৃহস্পতিবার এই বিষয়ে ঘোষণাপত্র প্রকাশ করেছেন
মাউরি রাজা তুহেইতিয়া পোটাটাউতে ভেরোহেরো সপ্তম। যেটির নাম ‘ডিকলারেশন ফর দ্য ওশান’। এতে বলা হয়েছে তিমি মাছের মধ্যে মানুষের মতো আচরণ করা, চলাফেরা করা এবং নিজস্ব সংস্কৃতি প্রকাশের স্বতঃস্ফূর্ত ক্ষমতা রয়েছে।

তাই এই মাছকে যদি মানুষের মর্যাদা দেওয়া হয় তাহলে তার সংরক্ষণ থেকে শুরু করে বংশবিস্তারের ঝুঁকি কমে যাবে। উল্লেখযোগ্য, মাউরি জনগোষ্ঠীর কাছে মূলত তিনি একটি অতিপ্রাকৃতিক প্রাণী। নিউজিল্যান্ডের এমন অনেক আদিবাসী রয়েছেন যারা এই মাছকে সমুদ্রের দেবতা টাঙ্গারোয়ার পূর্বপুরুষ হিসেবে মনে করেন। ফলে সেটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন,
*ট্যাপ খুলেই গরম জল বেরোচ্ছে? এই সহজ উপায়ে ঠান্ডা থাকবে ট্যাঙ্কির জল
*লাগবে না এসি-কুলার, মাত্র ৩০০ টাকায় ঠান্ডা থাকবে ঘর, জানুন উপায়