গোলাপি ফ্রক পরা ছোট্ট মেয়েটি এখন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা, সামনেই বিয়ে, পারলেন চিনতে

মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের ছবি ভাইরাল হতে দেখা যায়। কোনো সময় তারা নিজেরা তা পোস্ট করেন আর তারপর তা ভাইরাল হয় আবার কখনও দেখা যায় অনুরাগীদের জন্য ভাইরাল হয়ে যায় সেই ছবি৷ তেমনই সম্প্রতি দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে সুন্দর করে আঁচড়ানো চুল, নীল রঙের ক্লিপ গোঁজা রয়েছে মাথায়। আসনের উপর গোলাপি রঙের ফ্রক পরে একটি মেয়ে বসে রয়েছে।

চেহারা রোগাটে ধরনের এবং মুখে চওড়া হাসি। হাতে চামচ ও পাশে রাখা মিষ্টি ও পায়েসের বাটি। এভাবেই ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। এই ছোট্ট মেয়েটি এখন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী। অনেক পুরুষের ঘুম উড়ে যাওয়ার জন্য এখন এই ছোট্ট মেয়েটি দায়ী। যদিও তিনি এখন আর ছোট্ট নেই। টলি পাড়ার প্রথম সারির অভিনেত্রী। ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত তার হাসির প্রেমে সকলেই পড়েছে।

Sohini Sarkar
ছবি সৌজন্যে: ইন্সট্রাগ্রাম

এখনও তার হাসিতে হৃদয় দোলা দেয় অনেকের যুবকের। শুধু নিজের নয়, মায়ের সঙ্গেও ছবি দিতে দেখা গিয়েছে। সেই ছবিতে তাকে নীল রঙের হাফ প্যান্ট ও গেঞ্জিতে দেখা গিয়েছে। এই ছবি দু’টি দেখে এখনও না চিনতে পারলে এখনই জানিয়ে দিই তিনি হলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ২০২০ সালে শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় ছবি দু’টি শেয়ার করেন তিনি।

Sohini Sarkar
ছবি সৌজন্যে: ইন্সট্রাগ্রাম

যদিও ছবি দেখে বোঝার উপায় নেই তিনি সোহিনী সরকার। ছোটো পর্দা থেকে অভিনয় জগতে হাতেখড়ি হয় অভিনেত্রীর। এরপর টলিউডে বড় পর্দায় তার একের পর এক অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সিনেমার পাশাপাশি অভিনেত্রী থিয়েটার ও নাটকও করেন। অর্থাৎ কাজের জায়গায় জগতে এখন বেশ ব্যস্ত অভিনেত্রী তিনি। তার ছবিতে মাতোয়ারা গোটা যুবক সমাজ।

এহেন অভিনেত্রীর সম্পর্ক নিয়েও একাধিক গুঞ্জন শোনা যায়। একসময় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেলেও তা নিয়ে বিশেষ কথা বলতে শোনা যায়নি তাদের। এরপর অভিনেত্রীকে রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়। এদিকে তাদের সম্পর্ক গতবছর ভেঙে যায়। বর্তমানে সোহিনী জনপ্রিয় গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে রয়েছেন। আগামী ১৮ জুলাই নাকি বিয়ে করতে চলেছেন তারা। খুব সাধারণভাবেই সেই বিয়ে সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে।

error: Content is protected !!