মায়ের কাঁধে বসা পুচকে মেয়েটি এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী, চিনতে পারলেন?

শিক্ষক দিবস উপলক্ষ্যে তার জীবনের সবথেকে বড়ো দুই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কাজল! গত ৫ই সেপ্টেম্বর ছিল জাতীয় শিক্ষক দিবস। এদিন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাদের জীবনের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

আমরা সকলেই জানি যে জীবনের সকল কঠিন পরিস্থিতিতে আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন শিক্ষকেরা। প্রকৃত মানুষ হওয়ার জন্য একজন আদর্শ শিক্ষক ভীষণ প্রয়োজনীয়। সেরকমই অভিনেত্রী জানিয়েছেন তার জীবনের দু’জন শিক্ষকের কথা। যারা হলেন তার মা এবং তিনি নিজেই।

এদিন একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তার মা তনুজা দত্ত পুচকে কাজলকে কাঁধে নিয়ে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। তিনি সেখানে বলেছেন তিনি তার জীবনের সমস্ত কিছু শিক্ষা পেয়েছেন মায়ের থেকে এবং ছোট্ট কাজলের থেকে।

ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের সবথেকে বড়ো দু’জন শিক্ষকের প্রতি। আমার মা যিনি আমাকে সমস্ত ধরনের শিক্ষা দিয়েছেন এবং ছোট্ট আমি যে হোঁচট খেয়ে, পড়ে গিয়ে এবং ভুল বোঝাবুঝির মাধ্যমে সবটা শিখেছে। আমি এখন তোমাদের দু’জনকে আরও স্পষ্টভাবে দেখতে পারছি।’

উল্লেখযোগ্য, অভিনেত্রীর মা তনুজা দত্ত একজন বিশিষ্ট অভিনেত্রী ছিলেন। কাজল তার পোস্টের মাধ্যমে জানাতে চেয়েছেন মায়ের মাধ্যমেই জীবনের সমস্ত যাবতীয় শিক্ষা পেয়েছেন তিনি। পাশাপাশি তিনি নিজেকেও ধন্যবাদ জানাতে বলেননি। তিনি এটাই স্পষ্ট করতে চেয়েছেন যে আমরা নিজেরাই ভুল করে শেখার মাধ্যমে নিজেকে সবথেকে বেশি শিক্ষা দিই।

আরও পড়ুন,
*আরও সাদা হচ্ছে অন্তরের রং, জামদানি শাড়িতে সেজে উঠলেন মনামী ঘোষ

error: Content is protected !!