সিঁথিতে সিঁদুর, লাল টুকটুকে শাড়িতে সকলের নজর কাড়লো নববধূ সোনাক্ষী

The newlywed Sonakshi caught everyone's attention in a vermilion, red tuktuk saree

গত ২৩শে জুন জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর অবশেষে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। কাগজে সই করার মাধ্যমে বিয়ে সারেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন কনে পক্ষ ও বর পক্ষ সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই।

তবে এই বিয়ের প্রধান আকর্ষণ ছিল বর ও কনে। তাদের সাজ ও পোশাক যা নজর কেড়েছে সকলের। যদিও বিয়েটি হিন্দু কিংবা ইসলাম কোনো ধর্ম মতেই হয়নি৷ তবে সোনাক্ষীর এদিনের সাজ ছিল দেখার মতন। টান টান করে বাঁধা চুল ও খোপায় ফুল গোঁজা।

সঙ্গে টানা করে আঁকা চোখ ও ঠোঁটে লিপস্টিক। স্বল্প সাজ হলেও সবথেকে আকর্ষণীয় লেগেছে তার কপালে সিঁদুর। লাল টকটকে সিঁদুরে সেজেছেন তিনি। এর পাশাপাশি তাকে লাল শাড়িতে দেখা গিয়েছে।

পাশাপাশি মানানসই গলার হার, কানে দুল ও হালকা মেকাপে সেজে উঠেছিলেন সোনাক্ষী। অপরদিকে জাহিরকে দেখা গিয়েছে অফ-হোয়াইট রঙের পোশাকে। একে অপরকে একসঙ্গে এদিন হাত ধরা অবস্থায় পোজ দিতে দেখা গিয়েছে। দীর্ঘ সাত বছর প্রেম করার পর অবশেষে তাদের সম্পর্ক পরিণতি পেলো।

সোনাক্ষী ও জাহির এদিন বান্দ্রার বাড়িতে কোর্ট ম্যারেজ করেন। তাদের রিসেপশনে হাজির ছিলেন একাধিক বলিউডের তারকারা। জান্নাত ভাসি তার ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “আমার ভাই বিয়ে করেছেন। অভিনন্দন পা ও সোনা। তোমাদের জন্য খুব খুশি।” সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি ও ভিডিওতে ভরে গিয়েছে।