তার আগামী সিনেমায় অভিনয় করা নিয়ে রীতিমতো হুমকি পাচ্ছেন অভিনেত্রী রাইমা সেন! সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘মা কালী’ নামক হিন্দি সিনেমা। যেটি মূলত তৈরি হয়েছে ১৯৪৬ সালের ১৬ই আগস্ট অর্থাৎ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিং’এর প্রেক্ষাপটে।
ইতিমধ্যেই সিনেমার একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। তবে এরপর থেকেই নাকি তার বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করে কিছু মানুষ হুমকি দিয়ে চলেছেন। যদিও অভিনেত্রীর মতে সিনেমা না দেখে আগে থেকে কিছু অনুমান করা উচিত নয়। কারণ, শিল্পীর কাজ যে কোনো চরিত্রে সাবলীলভাবে অভিনয় করা।
এই বিষয়ে তিনি বলেন, ”আমি অবাক! এ রকমও যে হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যে ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, তা মুখে প্রকাশ করা বা ছাপার অযোগ্য। ‘সুচিত্রা সেনের নাতনি হয়ে কী ভাবে রাজি হলেন?’ বা ‘আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে! এসব বলেও হুমকি দেওয়া হচ্ছে।’
বর্তমানে অভিনেত্রী মুম্বাইতে একাই রয়েছেন। যেহেতু তার বাবা-মা বাড়িতে একা থাকেন তাই তারা একটু চিন্তায় পড়েছেন। যদিও অভিনেত্রী বলেন তার বাবা বিষয়টি নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নিষেধ করেছেন। এরপরই তাকে জিজ্ঞেস করা হয় তিনি বা তার পরিবারের সদস্যরা কি পুলিশের কোনোরকম অভিযোগ জানিয়েছেন?
রাইমা বলেন, ‘আপাতত ছবির টিজ়ার ও ট্রেলার প্রকাশের জন্য কয়েক দিন একটু সময় নিচ্ছি। কিন্তু যদি এভাবে হেনস্থা চলতেই থাকে, তা হলে তখন অভিযোগ জানাতেই হবে।’ উল্লেখযোগ্য, বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এই ছবিতে রাইমা ছাড়াও রয়েছেন অভিষেক সিংহ। অন্যদিকে, এর আগেও তার ‘ভ্যাকসিন ওয়্যার’ নামক সিনেমা নিয়ে সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
Rewind to the roots of the Ghosh Family, 78 years back. Today, we unveil the poster that ignited a timeless tale. Join us on this journey! #MaaKaali@Vishwaprasadtg @VijayYelakanti @Abhishek_asitis @VivekKuchibotla #Kritiprasad @IamAnuragHalder @rooshindalal @kiranganti22… pic.twitter.com/JeTwQWZ82W
— raima sen (@raimasen) March 12, 2024
আরও পড়ুন,
*জন্মভিটেয় গিয়ে বন্ধুর মিষ্টির দোকানের মিষ্টি খেলেন অঙ্কুশ, খাইয়ে দিলে ‘বোন’ ঐন্দ্রিলাকেও
*প্রায় দু’বছর সেক্সুচুয়্যাল লাইফ নেই.., যৌন জীবন নিয়ে মুখ খুললেন ‘স্যাপিওসেক্সুয়াল’ শ্রীলেখা