ব্রিটিশ শাসন থেকে মাতৃভূমিকে রক্ষা করতে এবার পুজোয় সিনেমাহলে হাজির হতে চলেছে ‘রঘু ডাকাত’, মুক্তি পেলো ছবির টিজার

গতকাল অর্থাৎ ১৪ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। গোটা বাংলা জুড়ে একাধিক সিনেমাহলে ছবিটি হাউসফুল। ‘ধূমকেতু’ জ্বরে কাবু বাঙালির জন্য ফের অভিনেতা দেব নিয়ে এলেন আরও এক চমক। স্বাধীনতার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি তার নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার লঞ্চ করেছেন। যদিও বছর শুরুর সময় ‘রঘু ডাকাত’-এ দেবের রূপের ঝলক দেখা গিয়েছিল। তবে এবার আরও একটু বিস্তারিতভাবে জানা গেলো সিনেমার চরিত্রদের সম্পর্কে।

ছবিটি মুক্তি পেতে চলেছে পুজোর সময়। স্বাধীনতার সকালে রক্ত মাখা খড়্গ হাতে হাজির হলেন দেব। তার সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ, এক মাথা চুল ও দাড়ির এই নতুন রূপ দেখে মুগ্ধ দর্শক। কয়েকবছর আগে সিনেমা হলে ‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’ ছবির নায়কের এই আমূল পরিবর্তন যা মুগ্ধ করে চলেছে দর্শকদের। স্বাধীনতা দিবসের দিন মাতৃভূমি রক্ষা করতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা ডাকাত রঘুর ঝলক চোখে পড়ল সিনেমাপ্রেমিদের।

এবারের পুজোয় তবে কি ‘রঘু ডাকাত’ জায়গা করে নিতে পারবে বক্স অফিসে? যদিও তা সময় বলবে। তবে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেখা পাওয়া গেলো অনেকেরই। রঘু ডাকাতে ভূমিকায় দেবের পাশাপাশি দুর্লভ রায়ের চরিত্রে দেখা গিয়েছে ওমকে, ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায়, রঘুর নায়িকা সৌদামিনীর চরিত্রে ইধিকা পাল, ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভূমিকায় সোহিনী সরকার। তবে সবথেকে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন খলচরিত্রে অহিন্দ্র বর্মনের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য।

অনির্বাণ ভট্টাচার্যের এমন রূপ এর আগে কখনও দেখা যায়নি। সিনেমা মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছেন দর্শকেরা। এর আগে দেবকে দেখা গিয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে। এই ছবিতে অভিনয় করার আগেও চরিত্রকে ফুটিয়ে তুলতে একাধিক শারীরিক কসরত করতে হয়েছিল দেবকে। এবার তার পুজোর নতুন ছবি কেমন ব্যবসা করে সেটিই দেখার।

error: Content is protected !!