এবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। এদিন সোমবার সকালে ডেকে পাঠানো হয় মিমিকে। মিমি ছাড়াও বলিডের জনপ্রিয় মডেল উর্বশী রৌতেলাকেও ডেকে পাঠিয়েছে ইডি। আর তাই এদিন সোমবার ইডির সদর দফতরে হাজির হন অভিনেত্রী।
যাদবপুরের প্রাক্তন তৃনমুল সাংসদ মিমি চক্রবর্তীকে এদিন প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি আসছি, এসে কথা বলছি।” এদিন অভিনেত্রীর সঙ্গে তার আইনজীবীকেও দেখা গিয়েছে। আইনজীবীর হাতে ছিল একগুচ্ছ কাগজ। সোমবার মিমি চক্রবর্তীকে ও মঙ্গলবার ডাকা হয়েছে উর্বশী রৌতেলাকে। মিমি সাংবাদিকদের সঙ্গে বিশেষ কথা বলেননি। তিনি ইডির দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে এসে বক্তব্য রাখবেন বলে জানান।
বর্তমানে অনলাইন বেটিং অ্যাপের তদন্তে নেমেছে ইডি। অভিযোগ উঠেছে, এই অ্যাপগুলি বেআইনিভাবে কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে। আর এই অ্যাপের হয়ে প্রচার করেছেন মিমি সহ বাকি তারকারা। এর পাশাপাশি তারকারা আর্থিক সুবিধা নিয়েছে এই অ্যাপের হয়ে প্রচার করার সময়। আর এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই ডেকে পাঠানো হয়েছে মিমিকে।
তবে শুধু মিমি নন, এর পাশাপাশি উর্বশী রৌতেলাকে ডেকে পাঠানো হয়েছে। এছাড়া গত ৪ঠা সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেটারমশিখর ধাওয়ানকে ডেকে পাঠানো হয়। এর পাশাপাশি তার আগে ডেকে পাঠানো হয়েছিল সুরেশ রায়নকে। এবার ইডির নজরে রয়েছেন মিমি চক্রবর্তী। তাই এদিন সকাল সকাল দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী।