এবার শিম্পাঞ্জিকে কোলে নিয়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান! এই অভিনেত্রীকে নিয়ে কমবেশি সবসময়ই সমালোচনা চলে দর্শকমহলে। তিনি কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই সেটি নিয়ে শুরু হয়ে যায় ট্রোলিং।
এই যেমন সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তবে তা দেখার পরেও থেমে থাকেননি ট্রোলাররা। আসলে সম্প্রতি স্বামীর সাথে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তিনি। সকলেই জানেন থাইল্যান্ডে গিয়ে এক জনপ্রিয় শিম্পাঞ্জির সাথে দেখা যান পর্যটকদের।
সে শিম্পাঞ্জিটি এমনভাবে প্রশিক্ষিত যে পর্যটকদের সাথে আনন্দে মেতে ওঠে সে। তাদের চুম্বনে ভরিয়ে দেয়। সেরকমই নুসরতকেও দেখা গিয়েছে তার সাথে খুনসুটিতে মেতে উঠতে। কখনো দেখা যায় তাকে কোলে নিয়ে রয়েছেন অভিনেত্রী। আবার কখনো শিম্পাঞ্জি চুম্বন করছেন অভিনেত্রীর গালে।
এই ভিডিওতে পোস্ট করে নুসরত লিখেছেন, ‘কিছু ভালোবাসা ও চুম্বন। রবিবার ভীষণই ভালো কাটুক।’ তবে সেটি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অনুরাগীরা। কেউ কেউ যেমন বলেছেন মিষ্টি লাগছে, আবার কারো কারো মতে তার ঠোঁট এবং শিম্পাঞ্জির ঠোঁট হুবহু একই।
যদিও এই বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যায়নি তাকে। অন্যদিকে তার স্বামী যশ দাশগুপ্তকে দেখা দিয়েছে একটি বাঘের বাচ্চাকে বোতলে করে দুধ খাওয়াতে। সবমিলিয়ে বলতে গেলে ছুটির দিনগুলি ভীষণভাবে উপভোগ করেছেন তারা। উল্লেখযোগ্য, শেষবার এই দু’জনকে দেখা গিয়েছে ‘সেন্টিমেন্টাল’ নামক সিনেমায়।
আরও পড়ুন,
*এই গরমে বিগড়ে গেলেই বিপদ, নিয়ম মেনে চালান সিলিং ফ্যান