শারদীয়া উৎসবের উল্লাসে মেতে ওঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর পূর্বে পর্যটনকারীদের জন্য দুরন্ত উদ্যোগ রেলের। প্রত্যেক বছর জেলা ও শহরতলী থেকে হাজার হাজার মানুষ কলকাতায় আসেন ঠাকুর ও প্যান্ডেল দর্শন করতে।
কলকাতার সাথে সাথে কল্যাণী পলতার মত শহরেও লোকজনের ভিড় দেখা যায় পূজো উপলক্ষে। সেই জন্য বেশি পদক্ষেপ নিচ্ছে পূর্ব রেল। রেলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রেলের বগির সংখ্যাও বাড়ানো হবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। দুর্গাপূজা উপলক্ষে পূর্ব রেল নতুন উদ্যোগ নেয়িছে। ঠাকুর পরিদর্শন করতে আসা পরি দর্শনার্থীদের জন্য স্বস্তির ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলওয়ে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার চার দিন গেলপিং ট্রেন সব স্টেশনেই দাঁড়াবে।
একই সাথে শিয়ালদা, বিধান নগর, দমদম,ব্যারাকপুর কৃষ্ণনগর বালিগঞ্জ সোনারপুর অনেক স্টেশনে রেল ইন্ডিকেশন বোর্ড ও প্যাসেঞ্জার এড্রেস ব্যবস্থা নিরীক্ষণের ওপর লক্ষ্য করা হবে। পর্যটনকারীদের সহায়তার জন্য শিয়ালদা দমদম ব্যারাকপুর নৈহাটি কল্যাণীসহ অনেক স্টেশনে থাকবে, ‘মে আই হেল্প ইউ’ বুথও।
কার সাথে প্রত্যেকটি স্টেশনে জলের ব্যবস্থা ও টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বুকিং ক্লার্কের সংখ্যাও বৃদ্ধি হবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। যুবক ও যুবতী পর্যটকদের সাহায্যের জন্য বিশেষ ব্যবস্থা না হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মেল ও এক্সেস ট্রেনে জেনারেল এর বগির সংখ্যাও বৃদ্ধির করা হবে বলে জানিয়েছে রেলের পক্ষ থেকে।