এবার ইনভয়েস দিয়ে তৈরি পোশাক পরে সামনে এলেন উরফি জাভেদ! সাথে সাথে সকলকে এও বললেন যারা তার মানসিক শান্তি নষ্ট করেছেন তাদের প্রত্যেকের বাড়িতে এই ইনভয়েস তিনি নিজের হাতে পাঠিয়ে দেবেন। উরফি মানেই কিছু নতুনত্ব অপেক্ষা করে দর্শকদের জন্য।
বিশেষ করে তিনি এমন সব জিনিস দিয়ে পোশাক তৈরি করেন যা তৈরি করার কথা মানুষ কল্পনাতেও আনতে পারেন না। সময়ের সাথে সাথে প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত হচ্ছে তার পোশাকগুলি। তারই প্রমাণ মিললো সম্প্রতি। একটি ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে কালো রঙের একটি শর্ট ড্রেস পরেছেন তিনি। তাতেই লাগানো রয়েছে বেশ কয়েকটি ইনভয়েস মেশিন। যেখান থেকে ধীরে ধীরে লম্বা ইনভয়েস বেরিয়ে আসছে। এভাবেই পোশাকটিকে একটি গাউনের রূপ দিয়েছে ইনভয়েসগুলি। নেপথ্যে তিনি বলে চলেছেন, ‘এই পোশাকটা তাদের জন্য উৎসর্গ করা হলে যারা এই বছর আমার সময় নষ্ট করেছেন।’
আরও পড়ুন,
প্রয়াত জুবিন গর্গ, কোন গান গেয়ে সঙ্গীত জগতে সকলের নজর কেড়েছিলেন?
‘হ্যাঁ আমি ইনভয়েসগুলো খুব জলদি আপনাদের পাঠাতে চলেছি। ইনভয়েস এতো লম্বা ছিল যে আমার একটা টুলের ওপর দাঁড়াতে হয়েছে। কারণ, সময়ের সাথে সাথে তোমরা আমার এনার্জি, আমার মাথা জানি না কী কী নষ্ট করেছো। আমি এই পোশাকটি বিশেষভাবে আপনাদের বাড়িতে নিজের হাতে ডেলিভারি করার জন্য আসছি।’
তবে তার এই অভিনব পোশাক দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রত্যেকে বলছেন উরফির বুদ্ধি সত্যিই প্রশংসনীয়। ফ্যাশন দুনিয়ায় তিনি রীতিমতো বিপ্লব এনেছেন।