মেয়াদ শেষ হতে চলেছে এস সোমনাথের, ইসরো’র নতুন চেয়ারম্যান কে হতে চলেছেন? বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র

এবার সময়সীমা শেষ হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের। সেই জায়গায় এবার কে আসবেন তার নাম প্রকাশ করেছে কেন্দ্র। এবার ইসরোর চেয়ারম্যান হিসেবে এস সোমনাথের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন ভি নারায়ণন। তিনি ইসরোর দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভারত সরকারের মহাকাশ দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব নিতে চলেছেন।

ইসরোর চেয়ারম্যান হিসেবে আগামী ১৪ই জানুয়ারি মেয়াদ শেষ হতে চলেছে এস সোমনাথের। আর তাই নয়া চেয়ারম্যানের নাম প্রকাশ্যে আনল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া প্রধান হিসেবে ভি নারায়ণনের নাম ঘোষণা করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান হিসেবে আগামী দিনে দায়িত্ব নিতে চলেছেন নারায়ণন। আর এই খবরে খুশি তিনিও। তার কথায়, “আমাদের কাছে ভারতের মহাকাশ গবেষণার স্পষ্ট রোডম্যাপ রয়েছে। দুর্দান্ত সব প্রতিভারা রয়েছে। আশা করছি ইসরোকে আমরা এক নয়া উচ্চতায় পৌঁছে দেব।”

মন্ত্রীসভার নিয়োগ কমিটির তরফে জানা গিয়েছে, আগামী দুই বছরের জন্য ভি নারায়ণন ইসরোর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন। ভি নারায়ণন একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি বর্তমানে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে রয়েছেন।১৯৮৪ সালে তিনি ইসরোতে যোগ দেন। তিনি রকেট ও মহাকাশ পরিচালনায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিজ্ঞানী।

ভি নারায়ণন যিনি ক্রায়োটিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ক্রায়োটিক ইঞ্জিন যা মহাকাশযান উৎক্ষেপণের কাজে প্রয়োজন হয়। এর পাশাপাশি নারায়ণন রকেট ও স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ। এছাড়া তিনি ইসরোর গগনযান মিশনের কাজেও যুক্ত ছিলেন। গত ২০২২ সালে ইসরোর দায়িত্ব নেন এস সোমনাথ৷ তার নেতৃত্বে ইসরো একাধিক সাফল্য লাভ করেছে।

ইসরোর আগামী চেয়ারম্যান ভি নারায়ণনের জন্ম তামিলনাড়ুতে। সেখান থেকে বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি আইআইটি খড়গপুর থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর সেখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন। পিএইচডি শেষ করার পর ইসরোয় কাজ শুরু করেন তিনি৷

আরও পড়ুন,
*একী কাণ্ড? বক্সিং গ্লাভস দিয়ে বাবাকে মারছে ইয়ালিনী! দেখুন ভিডিও

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক