ছয়টির জায়গায় চারটি ফুচকা, প্রতিবাদে পথে বসে ‘ন্যায়বিচার’-এর দাবিতে তরুণী, দেখুন ভাইরাল ভিডিও

ছয়টি ফুচকার বদলে চারটি ফুচকা। আর তার জন্যই ন্যায়বিচারের দাবিতে রাস্তায় বসে আন্দোলন। ঘটনাটি শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসির রোল যেমন উঠেছে তেমনই কেউ কেউ বলছেন এই আন্দোলন ভবিষ্যতে দেখা যাবে আরও বেশি করে। ঘটনাটি তবে কী?

এক তরুণী ২০ টাকা নিয়ে ফুচকা খেতে গেছিলেন। তার আশা ছিল তাকে ৬টি ফুচকা দেওয়া হবে। কিন্তু তার আশায় জল ঢেলে ফুচকাওয়ালা তাকে ৪টি ফুচকা দেন। আর এই ঘটনার প্রতিবাদ করতে ওই তরুণী রাস্তার উপর বসে কাঁদতে শুরু করেন। এই ঘটনাটি ঘটেছে গুজরাটের বডোদরায়। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন,
কখনই স্বামীর খ্যাতির আলোকে মাখেননি নিজের গায়ে, জুবিন গর্গের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা

ওই তরুণী রাস্তায় বসে পড়ার পর তাকে দেখার জন্য সেখানে অনেকে জড়ো হয়ে যান। কেউ কেউ সেইসময় ভিডিও করেন। এর পাশাপাশি ওই তরুণীর জন্য রাস্তায় যানজটও হয়। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তা থেকে ওই তরুণীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অদ্ভুত এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ‘কুমার মনীশ’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়।

আর পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যেতে সময় নেয়নি। কেউ কেউ যেমন অট্টহাস্যে ফেটে পড়েছেন ওই তরুণীর কর্মকাণ্ডে, তেমনই কেউ কেউ বলছেন, ফুচকার দাম ধীরে ধীরে এত বেড়ে চলেছে যে আগামী দিনে এমন আন্দোলনের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে।

error: Content is protected !!