‘..আমরাও এক সঙ্গে রোয়েছি’, পরকীয়ার গুঞ্জনের মাঝে কি জানালেন যীশু সেনগুপ্ত?

বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল বিচ্ছেদ হতে চলেছে অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের। কারণ, নীলাঞ্জনা এমন কিছু কাজ করেছেন যার দ্বারা সকলেই মনে করেছেন আর একসাথে থাকছেন না এই জুটি।
তবে এরই মাঝে যীশু একটি ভিডিও পোস্ট করে সকলকে জানালেন একসাথেই রয়েছেন তারা।

যা দেখার পর খানিকটা স্বস্তি মিললো ভক্তদের। আসলে সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবী মুছে ফেলেছেন নীলাঞ্জনা। শুধু তাই নয় তাদের একসাথে কার বেশ কিছু ছবিও আর দেখা যাচ্ছে না তার প্রোফাইলে। এমনকি হাসপাতাল থেকে ফেরার পর মেয়েদের এবং বোনের কথাই বলেছিলেন একটি পোস্টে।

যেখানে স্বামী যীশুর নাম পর্যন্ত নেননি তিনি। ফলস্বরূপ সকলেই ভেবেছিলেন হয়তো দীর্ঘ সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন তারা। এছাড়াও তার বড়ো মেয়ে সারা একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা ছিল তার মা ভীষণ শক্ত মনের মানুষ।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে যীশু বলছেন, ‘সম্পর্কে বোঝাপড়া থাকা খুব জরুরী বিষয়। সেটা স্বামী-স্ত্রী হোক আর যেই হোক। আমরা দু’জন দু’জনকে বুঝতে চাই না, এটা মনে হয় সব সম্পর্কের মধ্যেই হয়। সেটাকে মানিয়ে নিয়েই থাকতে হয়। আমরাও একসঙ্গে রয়েছি।’

উল্লেখযোগ্য, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীলাঞ্জনা এবং যীশু। এইতো কদিন আগেই পালন করেছেন তাদের কুড়ি বছরের বিবাহবার্ষিকী। তারই মাঝে শোনা যায় তাদের বিচ্ছেদের জল্পনা। উড়ো খবর তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণেই নাকি তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। তবে সবটাই মিথ্যে প্রমাণ করলেন অভিনেতা।