শুটিংয়ের পর সকলে ঘুমিয়ে পড়লে টানা ২ঘন্টা কী করতেন প্রিয়ঙ্কা-অনুষ্কা? সিক্রেট ফাঁস করলেন মনোজ

শুটিং করে প্রশমিত। দেহে আর কোন বল নেই। তবু কর্ম থেকে মুখ ফিরিয়ে নেন না প্রিয়াঙ্কা চোপড়া ও অনুষ্কা শর্মা। এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের নিয়মনিষ্ঠা নিয়ে কথা বললেন মনোজ পাহওয়া।

বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, শুটিং করে প্রশমিত বলিউডের কয়েকজন অভিনেত্রী শরীর ক্রীড়াঙ্গন করতে কখনো বাদ দেন না। বিশেষ করে অনুষ্কা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়া।

মনোজ আরো জানিয়েছেন, “অনুষ্কা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার খাবার খাওয়ার রুটিন মেনে চলে। প্রভাত চারটে অথবা পাঁচটার মধ্যে শুটিং সমাপ্ত করে আমরা নিদ্রায় যেতাম। টানা দু’ঘণ্টা শরীর ক্রীড়াঙ্গন করে এসে ঘুমাতেন। ওরা সত্যি অনেক খাটুনি করেন। বড় পর্দায় কাজ করার সময় একটা ব্যাপার শিখেছি। সবকিছু দেখেই মনে হয় সহজ সরল।”

অক্ষয় কুমারের সম্বন্ধে মনোজ বলেন, “অক্ষয় কুমার ও একই রকম। অস্ট্রেলিয়াতে ‘সিং ইজ কিং’-এর শুটিংয়ের সব কাজ শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে প্রীতিভোজ করতাম। সন্ধ্যে ছটার মধ্যে কাজকর্ম শেষ করে হোটেলে ফিরে ৭টা থেকে প্রীতিভোজ করতাম। অক্ষয় কুমার ও আসতেন। ঠিক গোধূলি ৭:৪৫ মিনিটে তার নির্দেশিকা এসে বলতেন, ওর খাবার তৈরি হয়ে গেছে। রাত ৮:৩০ -এর মধ্যে খাবার খেয়ে নিয়ে ৯ টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। প্রভাতে ৪টের থেকে উঠে টানা দু তিন ঘন্টা শরীর ক্রিয়াঙ্গন করতেন।”

আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘স্টারডম’- এ অভিনয় করতে দেখা যাচ্ছে মনোজকে। আরিয়ানও নাকি তার পিতা শাহরুখ খানের মতো মেহনতকারী।

আরও পড়ুন,
*ভাইয়ের বিয়েতে ‘সারপেন্টি ভাইপার’ পরেছেন প্রিয়ঙ্কা, হীরা সজ্জিত ব্রেসলেটটির দাম কত?

error: Content is protected !!