মেয়েরা আসলে কী চায়? ভিন রাজ্যে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী মধুমিতা!

সম্প্রতি এবার ভিন রাজ্যে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার! জানিয়ে দিলেন প্রত্যেক মেয়েরা আসলে কী চায়। সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট করেন। সাম্প্রতিক সময় নিয়েও মুখ খুলতে দেখা যায় তাকে।

সেরকমই এবার আর.জি কর কাণ্ডের আবহে বিশেষ বার্তা দিতে দেখা গেল অভিনেত্রীকে। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অন্য কোনো রাজ্যে গিয়ে মাঝরাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর এটাই বলতে চাইছেন তিনি অতো রাত্রেও একা একা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ তাকে কিছুই বলছে না।

এমনকি কেউ নাকি তার দিকে ঘুরেও তাকাচ্ছেন না। ভিডিওতে তিনি বলেন, ‘এখন রাত ২টো আর এই সময় আমি নির্জন রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। লোকজন আছে তাদের উপর কিন্তু কোনো মেয়ে অ্যাটাক করছে না। ওই যে একটা গাড়ি আসছে পেছনদিকে। আমার দিকে কেউ তাকাচ্ছেও না’

‘এটাই তো আমরা চাই মেয়েরা। কত মেয়ে রাত্রিবেলা ফেরে কাজ থেকে, কল সেন্টার থেকে লেট নাইট ডিউটি থেকে অভিনেতা এবং অন্যান্যরাও। আমরাও রাতের বেলায় ফিরি। এই শারদীয়ায় শুধু এটুকুই আমি চাই দুর্গা মায়ের কাছে। যে পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এরকম নিরাপদ অনুভব করতে পারে। শুভ শারদীয়া।’

কয়েক সপ্তাহ আগে আর.জি কর হাসপাতালে যে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিও তৈরি করতে দেখা গিয়েছে তাকে। আসলে তিনি বলতে চেয়েছেন ওই সংশ্লিষ্ট রাজ্যতে যেমন মেয়েদের নিরাপত্তা রয়েছে তেমনি যেন গোটা ভারতবর্ষে এই ছবি দেখা যায়।

আরও পড়ুন,
*সাহসী ফটোশ্যুটে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক