মা হওয়ার সঠিক বয়স কোনটা? অধিকাংশ মেয়েরে জানেন না

সময়ের সাথে সাথে মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যার মধ্যে অন্যতম হলো মহিলাদের সুস্থভাবে সন্তানের জন্ম না দিতে পারা। আগেকার দিনে অনেক অল্প বয়সেই বিয়ে করে নিতেন মহিলারা এবং কম বয়সেই সন্তানের জন্ম দিতেন।

বর্তমানে সেই ছবিটা পাল্টে গিয়েছে। যেহেতু ঘরে-বাইরে সব জায়গাতেই সমানতালে পা মিলিয়ে চলছেন তারা তাই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও নিজেদের ইচ্ছেকেই গুরুত্ব দিচ্ছেন। তবে কেরিয়ার সামলে যখন তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে।

ফলস্বরূপ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে সন্তান জন্ম দেওয়ার সঠিক বয়স কোনটা? আজ আমরা সেই বিষয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে। কোন বয়সে সন্তান নেওয়ার পাশাপাশি তারা কতগুলো সন্তান নিতে চাইছেন সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

কেউ যদি একটি সন্তান নিতে চান তাহলে গর্ভধারণের সঠিক বয়স হলো ৩২ বছর। যদিও আরো কিছু বছর পর্যন্ত সন্তানের জন্ম দেওয়া সম্ভব তবে সেক্ষেত্রে সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদি কেউ দুটি সন্তানের জন্ম দিতে চান তাহলে তাকে ২৭ বছর থেকেই পরিকল্পনা করতে হবে।

২৭ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিলে দ্বিতীয় সন্তান আসার সম্ভাবনা থাকে ৯০ শতাংশ। কেউ যদি তিনটি সন্তানের জন্ম দিতে চান তাহলে তাকে প্রথম সন্তান নিতে হবে ২৩ বছর বয়সেই। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। কারণ পরবর্তী সময়ে সন্তান ধারণের ক্ষমতা অনেকটাই কমে যায়।