‘বলিউডের বড়ো রত্ন’, কুলবিন্দরকে চাকরির আশ্বাস বিশালের! চড়কাণ্ডে সঙ্গীত পরিচালককে কী বলছেন সোনা

কিছুদিন আগে অভিনেত্রী কঙ্গনাকে চড় মারার কারণে সাসপেন্ড হয়েছেন মহিলা সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কউর। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের নামকরা সংগীত পরিচালক বিশাল দাদলানি। তবে এবার তার বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল আরেক শিল্পী সোনা মহাপাত্রকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টটা দেখা যায় সেখানে লেখা রয়েছে বিশাল এমন একজন মানুষ যিনি সব পরিস্থিতিতে শিরদাঁড়া সোজা রাখতে জানেন। সেখানে লেখা, ‘বিখ্যাত গায়ক তথা সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউরকে চাকরির প্রস্তাব দিয়েছেন।’

আর লেখে, ‘কুলবিন্দর দেখিয়ে দিয়েছেন, কঙ্গনা রানাউতের আসল জায়গা কোথায়। সত্যিই বিশাল বলিউডের বড়ো রত্ন। কখনো তাকে নিজের শিরদাঁড়া নোয়াতে দেখিনি। ওনার প্রতি অশেষ শ্রদ্ধা রইলো।’ তবে সেখানেই সোনা লিখেছেন বিশাল এমন একজন মানুষ যিনি যৌন হেনস্থাকারীর সাথে বিচারকের আসন ভাগ করে নেন।

লিখেছেন, ‘হ্যাঁ, সত্যিই এমনই শিরদাঁড়া যে, অনু মালিকদের মতো যৌন হেনস্থাকারীদের সঙ্গে বিচারকের আসন ভাগাভাগি করে নেন। যখন আমার মতো সহকর্মীরা প্রতিবাদ করতে বলি, তখন তিনি বলেন, টাকা কামিয়ে দেশ থেকে বেরিয়ে যেতে হবে। সত্যিই, তিনি একজন রত্ন!’

আসলে ২০১৮ সালে ‘মি-টু’ আন্দোলনের সময় অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত-সহ আরও কয়েকজন মহিলা। তবে এরপরেও একটি শো’তে তার সাথে বিচারকের আসনে ছিলেন বিশাল। তাই এই প্রসঙ্গে মুখ খুলেছেন সোনা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক